নেহাল ছুদাসামা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নেহাল ছুদাসামা
২০১৮ সালে নেহা ছুদাসামা
জন্ম
নেহাল ছুদাসামা

(1996-08-22) ২২ আগস্ট ১৯৯৬ (বয়স ২৭)
শিক্ষাসেন্ট রকস স্কুল[১]
মাতৃশিক্ষায়তনঠাকুর কলেজ অব সাইন্স অ্যান্ড টেকনোলজি[১]
পেশামডেল, টিভি উপস্থাপক
উপাধিমিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১৮
সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী
চুলের রংকালো
চোখের রংবাদামি
প্রধান
প্রতিযোগিতা
মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১৮(বিজয়ী)
মিস ইউনিভার্স ২০১৮

নেহাল ছুদাসামা হলেন একজন ভারতীয় মডেল, ফিটনেস কনসালটেন্ট ও সুন্দরী প্রতিযোগিতা বিজয়ী। তিনি অনুষ্ঠান পরিকল্পক হিসেবেও কাজ করেন।[২] তিনি মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১৮ খেতাবপ্রাপ্ত ও ২০১৮ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন।[৩]

সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ[সম্পাদনা]

২০১৮ সালে তিনি ফেমিনা মিস গুজরাত প্রতিযোগিতায় সেরা তিন প্রতিযোগীর একজন হয়েছিলেন।[৪] পরবর্তীতে, তিনি মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১৮ প্রতিযোগিতায় অংশ নেন এবং বিজয়ী হন। তাকে পূর্ববর্তী আসরের খেতাবধারী শ্রদ্ধা শশিধর মুকুট পরিয়ে দিয়েছিলেন।[৫] এছাড়াও তিনি 'মিস বডি বিউটিফুল' ও 'মিস মাল্টিমিডিয়া' উপ খেতাব অর্জন করেছিলেন। তিনি ২০১৮ সালের ডিসেম্বরে থাইল্যান্ডের ব্যাংককে মিস ইউনিভার্স ২০১৮ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Miss Universe 2018: Mumbai girl Nehal Chudasama to represent India"। Zee News। ১ সেপ্টেম্বর ২০১৮। 
  2. "Nehal Chudasama's weight loss journey is mind-blowing."। ৬ সেপ্টেম্বর ২০১৮। 
  3. "Mumbai's Nehal Chudasama is Yamaha Fascino Miss Diva Universe 2018"। Times of India। ১ সেপ্টেম্বর ২০১৮। 
  4. "Femina Miss India 2018: Gujarat Auditions"। Indiatimes। ১৩ মে ২০১৮। 
  5. "Miss Universe 2018: Nehal Chudasama to represent India", Hindustan Times, ১ সেপ্টেম্বর ২০১৮