সঞ্জীবনী যাদব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সঞ্জীবনী যাদব
২০১৭ তে এশিয়ান আথলেতিক চ্যাম্পিয়নশিপে সঞ্জীবনী
ব্যক্তিগত তথ্য
জাতীয়তাভারতীয়
জন্ম (1996-07-12) ১২ জুলাই ১৯৯৬ (বয়স ২৭)
নাশিক, ভারত
শিক্ষাসাবিত্রীবাই ফুলে পুণে ইউনিভার্সিটি[১]
উচ্চতা১.৫৪ মিটার (৫ ফুট  ইঞ্চি)
ওজন৩৮ কেজি
ক্রীড়া
ক্রীড়ামহিলা অ্যাথলেটিক্স
বিভাগ৫,০০০ মিটার, ১০,০০০ মিটার

সঞ্জীবনী বাবুরাও যাদব (জন্ম: ১২ জুলাই ১৯৯৬) একজন ভারতীয় দীর্ঘ-দূরত্ব ক্রীড়াবিদ যিনি ৫০০০ মিটার এবং ১০,০০০ মিটারে অংশ গ্রহণ করেন। এশিয়ান আথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ২০১৭ সালে ৫,০০০ মিটার ব্রোঞ্জ এবং ২০১৯ সালে ১০,০০০ মিটারে ব্রোঞ্জ পদক জয় করেন।

জীবন[সম্পাদনা]

সঞ্জীবনী মহারাষ্ট্রের নাশিক শহরে জন্মগ্রহণ করেন.[২] ভোঁসলে সামরিক কলেজে পড়াশুনা করার সময়েই সিভিল সার্ভেন্ট পরীক্ষার প্রস্তুতির সাথে সাথে তিনি দীর্ঘ-দূরত্বের দৌড়ের প্রতি আগ্রহী হন.[৩] ২০১৩ সালে প্রথম এশিয়ান স্কুল মিটে তিনি তিনটি পদক জিতেছেন। ২০১৬ দিল্লী ম্যারাথনে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন.[২]

তিনি কবিতা রাউত-এর প্রশিক্ষক বিজেন্দ্র সিং এর কাছে প্রশিক্ষণ নেন। . ২০১৭ সালে, তিনি এশিয়ান অ্যাথলেটিক গেমসে মহিলাদের ৫০০০ মিটারে ব্রোঞ্জ পদক জয় করেন.[৪] এবং ১০,০০০ মিটারে পঞ্চম স্থান লাভ করেন। ২০১৮ সালে এশিয়ান, ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপে ৮০০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পদক জয় করেন।.[৫]। ২০১৯ সালের দোহাতে আয়োজিত এশিয়ান অ্যাথলেটিক গেমসে ১০,০০০ মিটারে ৩২:৪৪.৯৬ মিনিটে (তার সেরা) তিনি ব্রোঞ্জ পদক জয় করেন।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. 2017 Universiade bio[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Athletes"sportsnest.org (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৪-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-১৩ 
  3. "Silver-winning Sanjeevani Jadhav from Maharashtra at Olympiad wants to become civil servant"dna (ইংরেজি ভাষায়)। ২০১৩-১২-০৮। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-১৩ 
  4. "Sanjivani Jadhav: Another middle-distance star emerges from Nashik"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৭-০৭। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-১৩ 
  5. https://www.hindustantimes.com/other-sports/sanjeevani-jadhav-wins-bronze-in-asian-cross-country-championship/story-euicVEXZykXbzMrDQdsKpK.html
  6. https://sportscafe.in/articles/athletics/2019/apr/24/asian-athletics-championships-swapna-barman-mixed-relay-team-bag-silver-on-day-3