কুর্দস্যাট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কুর্দস্যাট ব্রডকাস্টিং কর্পোরেশন
উদ্বোধন১ জানুয়ারি ২০০০ (2000-01-01)
মালিকানাপ্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তান
চিত্রের বিন্যাসএসডি, এইচডি
দেশইরাক
ভাষাকুর্দি
প্রচারের স্থানবিশ্বব্যাপী
ওয়েবসাইটwww.kurdsat.tv

কুর্দস্যাট ব্রডকাস্টিং কর্পোরেশন ইরাকের দ্বিতীয় কুর্দি স্যাটেলাইট চ্যানেল। চ্যানেলটির মালিক প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তান।[১] চ্যানেলটি যাত্রা শুরু করে ২০০০ সালে।

চ্যানেলটি কুর্দি ভাষায় অনুষ্ঠান প্রচার করে থাকে। তাছাড়া, ফার্সিআরবি ভাষার কিছু অনুষ্ঠানও প্রচার করে থাকে। প্রথম উপসাগরীয় যুদ্ধের পরে প্রতিষ্ঠিত হওয়া, কুর্দস্যাট কুর্দিস্তানের কুর্দি উপগ্রহ স্টেশনগুলির একটি ছিল।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Guide: Iraq's Kurdish media"BBC। ২০০৭-১২-০৪। সংগ্রহের তারিখ ২০১৫-১১-০৯