হেইসন মুরিয়ো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হেইসন মুরিয়ো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম হেইসন ফ্যাবিয়ান মুরিয়ো সেরন
জন্ম (1992-05-27) ২৭ মে ১৯৯২ (বয়স ৩১)
জন্ম স্থান কালি, কলম্বিয়া
উচ্চতা ১.৮২ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)[১]
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
বার্সেলোনা
জার্সি নম্বর ১৭
যুব পর্যায়
২০০৯–২০১০ দেপোর্তিভো কালি
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১০–২০১১ উদিনেসে ক্যালসিও (০)
২০১০–২০১১গ্রানাদা বি (ধার) ২২ (২)
২০১১–২০১৫ গ্রানাদা ৫১ (১)
২০১১–২০১২কাদিস (ধার) ২৭ (৩)
২০১২–২০১৩লাস পালমাস (ধার) ৩৭ (৩)
২০১৫–২০১৮ ইন্তারনাজিওনালে ৬১ (২)
২০১৭–২০১৮ভালেনসিয়া (ধার) ১৭ (০)
২০১৮– ভালেনসিয়া (০)
২০১৯বার্সেলোনা (ধার) (০)
জাতীয় দল
২০০৯ কলম্বিয়া অনূর্ধ্ব-১৭ (১)
২০১১ কলম্বিয়া অনূর্ধ্ব-২০ (০)
২০১৪– কলম্বিয়া ২৭ (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১ জুলাই ২০১৯ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২ অক্টোবর ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

হেইসন ফ্যাবিয়ান মুরিয়ো সেরন (জন্ম: ২৭ মে ১৯৯২) একজন কলম্বিয়ান পেশাদার ফুটবলার যিনি স্পেনীয় ক্লাব ভালেনসিয়া এবং কলম্বিয়া জাতীয় দল এর হয়ে সেন্টার ব্যাক হিসেবে খেলেন।

মুরিয়োর ফুটবলার জীবনে হাতেখড়ি হয় কলম্বিয়ার স্থানীয় ক্লাব দেপোর্তিভো কালি এর হয়ে। ২০১০ সালে তিনি ইতালির ক্লাব উদিনেসে তে যোগ দেন। সেখান থেকে তাকে তখনই স্পেনের ক্লাব গ্রানাদায় ধারে পাঠানো হয়। সেই বছরই গ্রানাদা বি দলের হয়ে তিনি তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন। ২০১১ সালে গ্রানাদা তাকে কিনে নিয়ে ধারে পাঠায় স্পেনীয় ক্লাব কাদিসে। ২০১২ সালে তাকে আবারও ধারে পাঠানো হয় আরেক স্পেনীয় ক্লাব লাস পালমাসে। ২০১৩ সালে তিনি গ্রানাদায় ফিরে আসেন এবং ২০১৫ সাল পর্যন্ত সেখানে খেলেন। ২০১৫ সালে ইতালীয় ক্লাব ইন্তারনাজিওনালে তাকে কিনে নেয়। ২০১৭ সালে মুরিয়ো ভালেনসিয়ায় ধারে যোগ দেয়ার মধ্য দিয়ে স্পেনে প্রত্যাবর্তন করেন। ২০১৮ সালে ভালেনসিয়া তাকে পাকাপাকিভাবে কিনে নেয়। ২০১৯ সালের জানুয়ারিতে তিনি ধারে যোগ দেন স্পেনেবার্সেলোনায়। ধারের মেয়াদ শেষে ১ জুলাই ২০১৯ তিনি ভালেনসিয়ায় প্রত্যাবর্তন করেন।

মুরিয়ো কলম্বিয়া অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-২০ দলে খেলেছেন। ২০১৪ সালের ১০ অক্টোবর এল সালভাদর এর বিপক্ষে প্রীতি ম্যাচে মুরিয়োর কলম্বিয়া জাতীয় দল এ অভিষেক হয়। ২০১৫ কোপা আমেরিকায় ব্রাজিলের বিপক্ষে ১-০ ব্যবধানে জেতা ম্যাচে তিনি একমাত্র গোলটি করেন। পরবর্তীতে তিনি উক্ত টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন।

পরিসংখ্যান[সম্পাদনা]

ক্লাব[সম্পাদনা]

৪ মে ২০১৯ পর্যন্ত হালনাগাদকৃত।
ক্লাব মৌসুম লিগ কাপ ইউরোপ মোট
উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল
গ্রানাদা ২০১৩–১৪ ৩২ ৩৪
২০১৪–১৫ ১৯ ১৯
মোট ৫১ ৫৩
কাদিস (ধার) ২০১১–১২ ২৭ ২৯
মোট ২৭ ২৯
লাস পালমাস (ধার) ২০১২–১৩ ৩৭ ৪১
মোট ৩৭ ৪১
ইন্তারনাজিওনালে ২০১৫–১৬ ৩৪ ৩৫
২০১৬–১৭ ২৭ ৩০
মোট ৬১ ৬৫
ভালেনসিয়া (ধার) ২০১৭–১৮ ১৭ ১৭
ভালেনসিয়া ২০১৮–১৯
মোট ১৮ ২০
বার্সেলোনা (ধার) ২০১৮–১৯
সর্বমোট ১৯৬ ১৪ ২১৬ ১০

আন্তর্জাতিক[সম্পাদনা]

১২ অক্টোবর পর্যন্ত হালনাগাদকৃত।
কলম্বিয়া
সাল উপস্থিতি গোল
২০১৪
২০১৫ ১১
২০১৬ ১০
২০১৭
২০১৮
মোট ২৭

অর্জন[সম্পাদনা]

ক্লাব[সম্পাদনা]

বার্সেলোনা
ভালেনসিয়া

আন্তর্জাতিক[সম্পাদনা]

ব্যক্তিগত[সম্পাদনা]

  • কোপা আমেরিকা সেরা উদীয়মান খেলোয়াড়: ২০১৫[২]
  • কোপা আমেরিকা বর্ষসেরা দল: ২০১৫[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Jeison Murillo"। Inter Milan। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৭ 
  2. "2015 Copa America awards: Vargas, Guerrero beat Aguero, Vidal to top scorer"NBC Sports। ৪ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৫ 
  3. "Copa América 2015 – Team of the tournament"। Copa América Chile। ৫ জুলাই ২০১৫। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]