অধিবর্ধ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এপিফাইসিস/অধিবর্ধ
দীর্ঘাস্থিতে এপিফাইসিস
বিস্তারিত
উচ্চারণ/ɛˈpɪfɪsɪs/[১][২]
যার অংশদীর্ঘাস্থি
শনাক্তকারী
মে-এসএইচD004838
টিএ৯৮A02.0.00.018
টিএ২393
এফএমএFMA:24012
শারীরস্থান পরিভাষা

অধিবর্ধ হচ্ছে (ইংরেজি: epiphysis) দীর্ঘাস্থির প্রান্তীয় অংশ। এটি অস্থিকাণ্ড থেকে অধিবর্ধপাত নামক উপাস্থির মাধ্যমে আলাদা থাকে। অধিবর্ধের বিকাশের ফলেই দীর্ঘাস্থি লম্বা হতে থাকে। কালক্রমে অস্থির অধিবর্ধ অস্থিকাণ্ডের সঙ্গে মিলে গিয়ে পূর্ণাঙ্গ দীর্ঘাস্থী তৈরি হয়। বৃদ্ধিকালে যদি প্রদাহ হয় তাহলে সে দীর্ঘাস্থীর বৃদ্ধি কমে যায়, শাখাঙ্গ ছোটো ও বিকৃত গঠনের হয়ে থাকে। এমন টা হতে পারে ঊর্বস্থিতে এবং প্রগণ্ডাস্থিতে। অধিবর্ধ ভেঙে যেতে পারে অস্থি কান্ডের সংযোগস্থলে, এর ফলেও দীর্ঘাস্থী লম্বা হতে পারে না।

আরও দেখুন[সম্পাদনা]

চিত্রশালা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. OED 2nd edition, 1989 as /εˈpɪfɪsɪs/.
  2. Entry "epiphysis" in Merriam-Webster Online Dictionary.