সৈয়দ আবু হোসেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সৈয়দ আবু হোসেন বাবলা
ঢাকা-৪ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
৫ জানুয়ারি ২০১৪ – ২৯ জানুয়ারি ২০২৪
পূর্বসূরীসানজিদা খানম
উত্তরসূরীআওলাদ হোসেন
কাজের মেয়াদ
৭ মে ১৯৮৬ – ৬ ডিসেম্বর ১৯৯০
পূর্বসূরীআনোয়ার উদ্দিন শিকদার
উত্তরসূরীসালাহ উদ্দিন আহমেদ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1956-10-12) ১২ অক্টোবর ১৯৫৬ (বয়স ৬৭)
রাজনৈতিক দলজাতীয় পার্টি (এরশাদ)
অন্যান্য
রাজনৈতিক দল
বাংলাদেশ আওয়ামী লীগ

সৈয়দ আবু হোসেন বাবলা (জন্ম ১২ অক্টোবর ১৯৫৬) হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও সংসদ সদস্য। তিনি জাতীয় পার্টি (এরশাদ) এর প্রেসিডিয়াম সদস্য এবং জাতীয় সংসদের তিন বারের নির্বাচিত সংসদ সদস্য।

প্রাথমিক জীবন[সম্পাদনা]

সৈয়দ আবু হোসেন ১৯৫৬ সালের ১২ অক্টোবর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ একরাম হোসেন ও মাতার নাম ফাতেমা খাতুন।

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

আবু হোসেন ছাত্র জীবনে বাংলাদেশ ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের সাধারণ সম্পাদক ছিলেন। এরপর তিনি আওয়ামীগের রাজনীতি সাথে জড়িত হন।

শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসাবেও কাজ করেন। কিন্তু দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করলে আওয়ামী লীগ থেকে তাকে বহিস্কার করে।[১]

পরে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন।

আবু হোসেন বাবলা ১৯৮৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় পার্টি প্রার্থী হিসেবে ঢাকা-৪ আসন থেকে।[২] ১৯৮৮ সালে তিনি পুনরায় একই আসন থেকে জাতীয় পার্টি প্রার্থী হিসেবে সংসদ সদস্য হন।[৩]

বাবলা ২০০৮ সাধারণ নির্বাচনে জাতীয় পার্টি প্রার্থী হিসেবে প্রাথী হয়ে ঢাকা-৫ আসন থেকে নির্বাচন করেন কিন্তু পরাজিত হন।

২০১৪ সালে তিনি ঢাকা-৪ আসন থেকে মহাজোটের ব্যানারে জাতীয় পার্টি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং ১৭,৭৭২টি ভোট পেয়ে বিজয়ী হন।[৪]

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মহাজোটের ব্যানারে জাতীয় পার্টি প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে বিজয়ী হন।[৫]

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টি প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে পরাজিত হন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সানজিদার সমর্থন উল্টো ফল আনতে পারে"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৮-১২-০২ 
  2. "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  3. "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  4. "১০ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২০১৯-০৯-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১২ 
  5. "১১তম সংসদের সদস্যবৃন্দ"জাতীয় সংসদ। ২১ ফেব্রুয়ারি ২০১৯। ২০১৯-১০-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯