হিতোশি সুগাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হিতোশি সুগাই
পদকের পরিসংখ্যান
প্রতিনিধিত্ব করেন  জাপান
পুরুষদের জুডো
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
সোনা - প্রথম স্থান ১৯৮৫ সিউল -৯৫ কেজি
সোনা - প্রথম স্থান ১৯৮৭ ইসেন -৯৫ কেজি
এশিয়ান গেমস
রূপা - দ্বিতীয় স্থান ১৯৮৬ সিউল -৯৫ কেজি

হিতোশি সুগাই (須貝 等, Sugai Hitoshi, জন্ম ২৯ ডিসেম্বর, ১৯৬২; ফুরুবিরা, হোক্কাইদো) একজন জাপানি জুডো খেলোয়াড়।

১২ বছর বয়স থেকেই তিনি জুডো খেলা শুরু করেন।[১]

তিনি ১৯৮৫ ও ১৯৮৭ সালে পরপর দুটি বিশ্ব জুডো চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক লাভ করেন।

সুগাই পরবর্তীতে ১৯৮৮ সালে সিউলে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশ নেন কিন্তু প্রথম রাউন্ডেই ফ্রান্সের স্টিফেন ট্রাইন্যুর কাছে পরাজিত হন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "近代柔道 1989年9月号 ZOOM IN 素顔 須貝等"। Baseball Magazine Sha Co., Ltd। ১৯৮৯-০৯-২০। 

বহিঃসংযোগ[সম্পাদনা]