নেটরানার লিনাক্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নেটরানার
ডেভলপারব্লু সিস্টেমস
ওএস পরিবারইউনিক্স-সদৃশ
কাজের অবস্থাসক্রিয়
সোর্স মডেলওপেন সোর্স
সর্বশেষ মুক্তিনেটরানার রোলিং ২০১৮.০৮ / ৫ আগস্ট ২০১৮; ৫ বছর আগে (2018-08-05)[১][২]
ভাষাসমূহবহুভাষিক (৫৫+)
প্যাকেজ ম্যানেজারডিপিকেজি (ডেবিয়ান গ্নু/লিনাক্স প্যাকেজ ম্যানেজার)
লাইসেন্সফ্রি সফটওয়্যার লাইসেন্স
(প্রধানত গনু জেনারেল পাবলিক লাইসেন্স)
ওয়েবসাইটwww.netrunner.com
লিনাক্স নেটহান্টার ১৩.১২-এর ডক প্রিভিউ

নেটরানার (Netrunner) ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, নেটবুক ও এআরএম-ভিত্তিক যন্ত্র (ওড্রয়েড সি১ মাইক্রোকম্পিউটার)-এর জন্যে ডেবিয়ান বা আর্চ-ভিত্তিক ফ্রি ও ওপেন সোর্স অপারেটিং সিস্টেম[৩] এটার দুটো সংস্করণ রয়েছে: নেটরানার(ডেবিয়ান টেস্টিং ভিত্তিক), নেটরানার রোলিং(মানজারো লিনাক্স/আর্চ লিনাক্স ভিত্তিক)[৪]। উভয়ই সংস্করণই কেডিই প্লাজমা প্লাসের এপ্লিকেশন, মাল্টিমিডিয়া কোডেকস, এবং কিছু ফায়ারফক্স ব্রাউজার প্লাগ-ইন ব্যবহার করে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. নেটরানার রোলিং ২০১৮.০৮ মুক্তি ফেলো
  2. "নেটরানার মুক্তি সময়সূচী"নেটরানার। ব্লু সিস্টেমস জিএমবিএইচ। ২০১৮-০৫-১৮। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-১৮ 
  3. http://news.softpedia.com/news/netrunner-core-16-09-avalon-is-based-on-debian-gnu-linux-8-kde-plasma-5-7-5-509540.shtml
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৩ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৮