অমর বসু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অমর বসু (৬ ফেব্রুয়ারি ১৮৯১ - ৩ আগস্ট ১৯৭৫) ব্রিটিশ বিরোধী একজন বাঙালি বিপ্লবী এবং বামপন্থী নেতা ছিলেন। তিনি শ্রমিক আন্দোলনের সাথেও যুক্ত ছিলেন।[১]

রাজনৈতিক কাজ[সম্পাদনা]

অমর বসুর জন্ম কলকাতায়। তার পিতা স্বদেশী আন্দোলনের অন্যতম সংগঠক ও স্বাধীনতা সংগ্রামী অতীন্দ্রনাথ বসু[১] অমর বসু কিশোর বয়সে যুগান্তর বিপ্লবী দলে যোগদান করেন। ১৯০৫ খ্রিষ্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের সময়ে স্বেচ্ছাসেবক হিসাবে কলকাতার রাস্তায় বন্দেমাতরম গান গেয়ে বেড়াতেন। পিতার প্রতিষ্ঠিত 'সিমলা ব্যায়াম সমিতি' পরিচালনায় যুক্ত ছিলেন। ১৯১৬ খ্রিষ্টাব্দে পিতা-পুত্র একসাথে পাঁচ বছর কারাদণ্ড ভোগ করেন। তিনি ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠায় সুভাষচন্দ্র বসুকে সাহায্য করেছিলেন।[১] ভারতের স্বাধীনতার পর কংগ্রেস ত্যাগ করে তিনি বামপন্থীদের সাথে মিলিত হন। ১৯৫২, ১৯৫৭ এবং ১৯৬৩ খ্রিষ্টাব্দে বিধানসভার সদস্য নির্বাচিত হন। তিনি শ্রমিক আন্দোলনের সাথেও যুক্ত ছিলেন।[১] উনি মারা যাবার পর ওনার স্মৃতির উদ্দেশ্যে কলকাতা পৌরসংস্থা চোরবাগান লেন রাস্তাটির নাম পরিবর্তন করে অমর বসু সরণী রাখা হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. স্বাধীনতা সংগ্রামী চরিতাভিধান - ডাঃ ননীগোপাল দেবদাস