বিষয়বস্তুতে চলুন

ইউনাইটেড আর্টিস্ট্‌স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইউনাইটেড আর্টিস্ট্‌স কর্পোরেশন
ধরনসহায়ক প্রতিষ্ঠান
শিল্প
প্রতিষ্ঠাকাল৫ ফেব্রুয়ারি ১৯১৯; ১০৫ বছর আগে (1919-02-05)
প্রতিষ্ঠাতাগণ
সদরদপ্তরবেভার্লি হিল্‌স, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
পণ্যসমূহচলচ্চিত্র
মাতৃ-প্রতিষ্ঠানমেট্রো-গোল্ডউইন-মেয়ার
(এমজিএম হোল্ডিংস)

ইউনাইটেড আর্টিস্ট্‌স (ইংরেজি: United Artists) হল একটি মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন বিনোদন স্টুডিও। ১৯১৯ সালে মারি পিকফোর্ড, চার্লি চ্যাপলিন, ডগলাস ফেয়ারব্যাঙ্কসডি. ডব্লিউ. গ্রিফিথ এটি প্রতিষ্ঠা করেন। এই স্টুডিও প্রতিষ্ঠার ফলে তারা অন্য বাণিজ্যিক স্টুডিওর উপর নির্ভরশীল না হয়ে তাদের চলচ্চিত্রের উপর পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করে।[] ইউনাইটেড আর্টিস্ট্‌স পরবর্তী শতাব্দীতে বেশ কয়েকবার পুনঃনির্মাণ, কেনা ও বেচা হয়। বর্তমান কোম্পানিটি শুধু মূল কোম্পানির নামের উত্তরসূরি। ১৯৮১ সালে মেট্রো-গোল্ডউইন-মেয়ার (এমজিএম) স্টুডিওটিকে তাদের করে নেয়।

২০১৪ সালে ২২ সেপ্টেম্বর এমজিএম মার্ক বার্নেট ও রোমা ডাউনির বিনোদন কোম্পানি ওয়ান থ্রি মিডিয়া ও লাইটওয়ার্কার্স মিডিয়ার নিয়ন্ত্রণ লাভ করে, এবং পরে ইউনাইটেড আর্টিস্ট্‌স মিডিয়া গ্রুপ (ইউএএমজি) নামে ইউনাইটেড আর্টিস্ট্‌সের টিভি প্রযোজনা ইউনিটের যুক্ত হয়। পরের বছর ১৪ ডিসেম্বর এমজিএম ইউএএমজির পূর্ণ অধিকার লাভ করে এবং একে এমজিএম টেলিভিশন-এর সাথে যুক্ত করে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Woo, Elaine (সেপ্টেম্বর ২৯, ২০১১)। "Mo Rothman dies at 92; found new audience for Chaplin"লস অ্যাঞ্জেলেস টাইমস। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৭ 
  2. McNary, Dave (ডিসেম্বর ১৪, ২০১৫)। "Mark Burnett Named President of MGM Television"ভ্যারাইটি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৭ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]