চ্যাপলিন: হিজ লাইফ অ্যান্ড আর্ট
লেখক | ডেভিড রবিনসন |
---|---|
মূল শিরোনাম | Chaplin: His Life and Art |
ভাষা | ইংরেজি |
বিষয় | চার্লি চ্যাপলিন |
ধরন | জীবনী |
পটভূমি | লন্ডন, হলিউড |
প্রকাশিত | ১৯৮৫ |
প্রকাশক | ম্যাকগ্র হিল |
প্রকাশনার তারিখ | ২০০১ |
মিডিয়া ধরন | শক্ত মলাট |
পৃষ্ঠাসংখ্যা | ৭৯২ |
আইএসবিএন | ০-০৭-০৫৩১৮১-১ |
চ্যাপলিন: হিজ লাইফ অ্যান্ড আর্ট হল চলচ্চিত্র সমালোচক ডেভিড রবিনসনের লেখা ইংরেজ চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা স্যার চার্লি চ্যাপলিনের জীবনী নির্ভর বই। এটি ১৯৮৫ সালে প্রথম প্রকাশিত হয় ও ২০০১ সালে পরিমার্জিত দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট বইটিকে চ্যাপলিনের "দ্ব্যর্থহীন জীবনী... নিখুঁতভাবে গবেষণা লব্ধ, সুলিখিত, ও বর্ণনায় পরিপূর্ণ" বলে উল্লেখ করে।[১] মাই অটোবায়োগ্রাফি ও এই বইটি ১৯৯২ সালে রিচার্ড অ্যাটনবারা নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র চ্যাপলিন-এর মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয়।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Bibliography"। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৯।