চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সংক্ষিপ্ত পরিচিতি[সম্পাদনা]

পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে অবস্থিত সবচেয়ে পুরোনো স্কুল চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ।

ইহা বাংলাদেশ রেলপথ কর্তৃপক্ষের পরিচালনায় সরকারি বালক উচ্চবিদ্যালয়।

অবস্থান[সম্পাদনা]

বর্তমানে ইহার দুপাশে ঈশ্বরদী রপ্তানী প্রক্রিয়া করন এলাকা এবং অন্য দুপাশে পাকশী ইউনিয়নের যুক্তিতলা।

প্রতিষ্ঠাকাল[সম্পাদনা]

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯২৪ সালে বাবু জগীন্দ্র চন্দ্র দাশগুপ্ত তার মা চন্দ্রপ্রভা দেবীর নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।[১]

ম্যাপ লিঙ্ক চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ

তথ্যসূত্র[সম্পাদনা]