বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:Munjir m saad/খেলাঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বর্তমানে বিশ্ব জুড়ে বিরাজমান সমস্যা গুলোর মধ্যে অন্যতম প্রধান একটি সমস্যা হল সামাজিক অস্থিরতা। যার ফলে প্রতিনিয়ত সামাজিক মানুষ হয়ে যাচ্ছে অসামাজিক। হারিয়ে যাচ্ছে ভালবাসা। ভেঙ্গে যাচ্ছে ঘর। মহামারী রূপ ধারণ করছে ডিভোর্স। আর এই ডিভোর্সের পরিমাণ এতটাই প্রকট যে এক বছরে শুধু্মাত্র বাংলাদেশের রাজধানী ঢাকায় সিটি কর্পোরেশনের হিসেব অনুযায়ী প্রায় নয় হাজারের মত ডিভোর্স হয়। এবং আমাদের শিল্পীদের মাঝেও এর পরিমাণটা এখন লক্ষ্যণীয়। আমাদের ভালবাসার বড়ই অভাব, বিশ্বাসের অভাব। সন্দেহের কারণে ছোট ছোট বিষয়গুলোকে আমরা অনেক বড় করে দেখছি। সাদিয়া জাফরের রচনায় প্রতিভাবান চলচ্চিত্র পরিচালক জাফর ফিরোজ সমাজে প্রচলিত এই অসঙ্গতিকে তুলে ধরে নির্মাণ করেছেন তাঁর দ্বিতীয় চলচ্চিত্র "এ সিগনেচার" ।

মূলত মালয়েশিয়ায় অবস্থানরত এক বাংলাদেশি দম্পতিকে ঘিরে গড়ে উঠেছে ছবিটির গল্প। একসময় তাদের সম্পর্কের মাঝে সন্দেহের বীজ উঁকি দেয়। সেই থেকে ডিভোর্স, দ্বিতীয় বিয়ে- এমন সব ঘটনার মধ্যদিয়ে এগিয়ে যায় ‘এ সিগনেচার’র গল্প। এতে অভিনয় করেছেন চারটি দেশের ডজন খানেক শিল্পী।

কাহিনী সংক্ষেপঃ

[সম্পাদনা]

অভিনয়

[সম্পাদনা]

এ চলচ্চিত্রে অভিনয় করেছেনঃ

  • মোহাম্মাদ সেলিম- আফজাল (বাংলাদেশ)
  • সামিয়া আফরিন- রাফিয়া (বাংলাদেশ)
  • ডালিনা আজিজ- (মালয়েশিয়া)
  • হারিত হারুন -(মালয়েশিয়া)
  • এনো- শিশু শিল্পী (পাকিস্তান)
  • মিস ইজরা এক্সোড়া- (মালয়েশিয়া)
  • ঝো দন্দ- (চীন)
  • মানিক- (বাংলাদেশ)
  • সোহান- (বাংলাদেশ)
  • রুম্পা- (বাংলাদেশ) আরও অনেকে।

সংঙ্গীত

[সম্পাদনা]
  • সংঙ্গীত- 'অভিধানে যদি সুখের সাথে দুঃখের নাম লিখা নাহি হতো। অভিধানে যদি সুখ আর সুখ দিয়ে প্রতিটি পাতা লিখা হতো, জীবনটা জানি তবে সুখে ভরে যেত।'
  • গীতিকার- জাফর ফিরোজ।
  • কন্ঠ- অনিরুদ্ধ শুভ
  • সংঙ্গীত পরিচালক- অনিরুদ্ধ শুভ

অন্যান্য

[সম্পাদনা]
  • পরিচালক- জাফর ফিরোজ
  • গল্প- সাদিয়া জাফর
  • প্রযোজনা প্রতিষ্ঠান- এজিডি পিকসারস (মালয়েশিয়া)
  • নির্বাহী প্রযোজক- লি জিয়াও (চীন) এবং মালয়েশিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত দাতু মোহাম্মাদ সালিম।।
  • চিত্রপরিচালক- সাইদ হক।

তথ্যসূত্র

[সম্পাদনা]

১। ctgcampus[].com

২। টেমপ্লেট:জাফর ফিরোজ

বহিঃসংযোগ

[সম্পাদনা]

বাংলাদেশের চলচ্চিত্র

বিষয়শ্রেণী:বাংলাদেশী চলচ্চিত্র বিষয়শ্রেণী:বাংলা ভাষার চলচ্চিত্র বিষয়শ্রেণী:ডিজিটাল চলচ্চিত্র বিষয়শ্রেণী:যৌথ প্রযোজনার চলচ্চিত্র

  1. ক্যাম্পাস, সিটিজি (26-10-2017)। "জাফর ফিরোজের নতুন চলচ্চিত্র 'এ সিগনেচার'"ctgcampus.com। মুনযির এম সা'দ। সংগ্রহের তারিখ 03-11-2017  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য)