এ্যাসপি ইঞ্জিনিয়ার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এয়ার মার্শাল
এ্যাসপি ইঞ্জিনিয়ার
এয়ার মার্শাল এ্যাসপি
৫ম বিমান বাহিনী প্রধান
কাজের মেয়াদ
ডিসেম্বর ১, ১৯৬০ – জুলাই ৩১, ১৯৬৪
রাষ্ট্রপতিরাজেন্দ্র প্রসাদ
প্রধানমন্ত্রীজওহরলাল নেহরু
পূর্বসূরীএয়ার মার্শাল সুব্রত মুখার্জী
উত্তরসূরীএয়ার মার্শাল (পরে মার্শাল অব দ্যা ইন্ডিয়ান এয়ার ফোর্স) অর্জন সিংহ
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯১২-১২-১৫)১৫ ডিসেম্বর ১৯১২
লাহোর, পাকিস্তান
মৃত্যু১ মে ২০০২(2002-05-01) (বয়স ৮৯)
মুম্বাই, ভারত
প্রাক্তন শিক্ষার্থীরাজকীয় বিমান বাহিনী কলেজ ক্র্যানওয়েল যুক্তরাজ্য
পুরস্কার
সাধারণ সেবা পদক ১৯৪৭
ভারত স্বাধীনতা পদক
দক্ষ উড্ডয়ন চিহ্ন (ডিএফসি)
ভারত সাধারণ সেবা পদক (১৯৩৬)
২য় বিশ্বযুদ্ধ তারা
২য় বিশ্বযুদ্ধ পদক (যুদ্ধ পদক)
ভারত সেবা পদক
সামরিক পরিষেবা
আনুগত্য ব্রিটিশ ভারত (১৯৩৩-১৯৪৭)
 ভারত (১৯৪৭ সাল থেকে)
শাখা রাজকীয় বিমানবাহিনী
 ভারতীয় বিমানবাহিনী
কাজের মেয়াদ১৯৩৩-১৯৬৪
পদ এয়ার মার্শাল
কমান্ডবিমান বাহিনীর প্রধান কর্মকর্তা (১৯৬০-১৯৬৪)
নং ১ অপারেশনাল গ্রুপ
নং ২ স্কোয়াড্রন
যুদ্ধ১৯৩৬-৩৯ সালের ওয়াজিরিস্তান সমস্যা
১৯৪৭ সালের পাকিস্তান-ভারত যুদ্ধ
অপারেশন বিজয় (গোয়া)
চীন-ভারত যুদ্ধ

এয়ার মার্শাল এ্যাসপি মারওয়ান ইঞ্জিনিয়ার (১৫ ডিসেম্বর ১৯১২- ১ মে ২০০২) ভারতীয় বিমান বাহিনীর পঞ্চম প্রধান ছিলেন ১৯৬০ সাল থেকে ১৯৬৪ পর্যন্ত। পরবর্তীকালে তিনি ইরানে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত হন। ২০০২ সালের ১ মে মুম্বাই'এ ৮৯ বছর বয়সে তার মৃত্যু ঘটে। তিনি যুক্তরাজ্যের রাজকীয় বিমান বাহিনী কলেজ ক্র্যানওয়েল থেকে কমিশন লাভ করেন এবং বৈমানিক হিসেবে কৃতিত্ব স্বরূপ 'দক্ষ উড্ডয়ন চিহ্ন' (ডিসটিংগুইশ্ড ফ্লাইং ক্রস) পদক পেয়েছিলেন। তার ভাই এয়ার মার্শাল মিনু মারওয়ান ইঞ্জিনিয়ার ভারত-পাকিস্তান যুদ্ধ ১৯৭১ চলাকালীন বিমান বাহিনীর পশ্চিমাঞ্চলীয় ঘাঁটি সমূহের সমষ্টি (কমান্ড) এর অধিনায়ক ছিলেন।

নোট[সম্পাদনা]