সৈয়দ আহমদ খান (সেনাপতি)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সৈয়দ আহমদ খান
উড়িষ্যার নায়েব নাযিম
কাজের মেয়াদ
মার্চ ১৭৪১[১] – ডিসেম্বর ১৭৪১[১]
পূর্বসূরীদ্বিতীয় মুর্শিদ কুলি খান
উত্তরসূরীশেখ মাসুম পানিপথী[১]
ব্যক্তিগত বিবরণ
দাম্পত্য সঙ্গীশাহ বেগম
সন্তানশওকত জঙ্গ
পিতাহাজী আহমদ
সৈয়দ আহমদ খান
আনুগত্যবাংলা
সেবা/শাখাসেনাবাহিনী
কার্যকাল১৭২৮–১৭৫১
যুদ্ধ/সংগ্রামদ্বিতীয় মুর্শিদ কুলির বিদ্রোহ
বর্গির হাঙ্গামা

সৈয়দ আহমদ খান (সালাউত জঙ্গ) বাংলার নবাব আলীবর্দী খানের একজন সেনাপতি ছিলেন। তিনি ছিলেন আলীবর্দীর ভ্রাতুষ্পুত্র ও জামাতা[১]। কিছুদিন তিনি উড়িষ্যার প্রাদেশিক শাসনকর্তার দায়িত্বও পালন করেন। বাংলায় মারাঠা আক্রমণের সময়ে মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন[১]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ড. মুহম্মদ আব্দুর রহিম, (বাংলাদেশের ইতিহাস), নবাব আলীবর্দী খান, পৃ. ২৯৩–২৯৯