শ্রী ভেঙ্কটেশ্বর জুওলজিক্যাল পার্ক
অবয়ব
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(এপ্রিল ২০১৭) |
স্থাপিত | 1987 |
---|---|
অবস্থান | তিরুপতি, অন্ধ্রপ্রদেশ, ভারত |
আয়তন | ৫,৫৩২ একর (২,২৩৯ হেক্টর) |
প্রধান প্রদর্শনসমূহ | ভারতীয় হাতি, ভারতীয় ময়ূর, হরিণ, সম্বর হরিণ, টিয়া পাখি, ভারতীয় লেপার্ড, বন্য শূকর, সাদা বাঘ, চিতাবাঘ, জিরাফ |
শ্রী ভেঙ্কটেশ্বর জুওলজিক্যাল পার্ক ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের তিরুপতি শহরে অবস্থিত একটি জুওলজিক্যাল পার্ক।
ইতিহাস
[সম্পাদনা]এই জুওলজিক্যাল পার্কটি ১৯৮৭ খ্রিস্টাব্দের ২৯ সেপ্টেম্বর স্থাপিত হয়।[১] এটি ৫৫৩২ একর (২২ বর্গকিমি) স্থান জুড়ে অবস্থিত। এটি এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম জুওলজিক্যাল পার্ক।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "APForest dept."। ১১ জুলাই ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৭।
- ↑ http://www.siasat.com/english/news/asia%E2%80%99s-biggest-zoo-beckons-tourists