ক্রেগ মার্টিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ক্রেগ মার্টিন
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: Passeriformes
পরিবার: Hirundinidae
গণ: Ptyonoprogne
প্রজাতি: P. rupestris
দ্বিপদী নাম
Ptyonoprogne rupestris
(Scopoli, 1769)
       Breeding range
       Resident year-round
       Non-breeding range
(ranges are approximate)
প্রতিশব্দ

Hirundo rupestris

ক্রেগ মার্টিন যাকে ইউরেশীয় ক্রেগ মার্টিন নামেও অভিহিত করা হয় চড়াই পরিবারভুক্ত ছোট আকারের প্যাসারিন পাখি। এদের দ্বিপদী বৈজ্ঞানিক নাম Ptyonoprogne rupestris। এরা দক্ষিণ ইউরোপ, উত্তর পূর্ব আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার দেশসমূহে বাস করে।

শ্রেণীবিন্যাস[সম্পাদনা]

১৭৬৯ সালে ইতালিয় প্রকৃতিবিদ জিয়োভান্নি এন্টোনিও স্কোপোলি এদেরকে হাইরানডো রুপেস্ট্রিস নামে বর্ণনা করেন। ১৮৫০ সালে এদেরকে নতুন Ptyonoprogne গণ-এ স্থানান্তর করেন জার্মান প্রকৃতিবিদ হেইনরিখ গুস্তাভ রেইকেনবেক।,

বর্ণনা[সম্পাদনা]

ক্রেগ মার্টিন লম্বায় ১৩–১৫ সেমি (৫.১–৫.৯ ইঞ্চি) এবং ডানার বিস্তৃতি ৩২–৩৪.৫ সেমি (১২.৬–১৩.৬ ইঞ্চি)। এদের গড় ওজন ২৩ গ্রাম। এদের শরীরের উপরের অংশের পালক ছাইরঙা-বাদামী এবং নিম্নাংশের পালক বিবর্ণ।

বাসস্থান[সম্পাদনা]

ক্রেগ মার্টিন পর্বতে বাস করে। আইবেরিয়া থেকে উত্তর-পশ্চিমের আফ্রিকা হয়ে দক্ষিণ ইউরোপ, পারস্য উপসাগর এবং হিমালয় থেকে দক্ষিণ পশ্চিম ও উত্তর পূর্বের চীন। উত্তরাঞ্চলের পাখিরা অভিবাসী স্বভাবের। ইউরোপের পাখিরা শীত মৌসুম উত্তর আফ্রিকা, সেনেগাল, ইথিওপিয়া এবং নীল উপত্যকায় কাটায়। এশিয়ার পাখিরা দক্ষিণ চীন, ভারতীয় উপমহাদেশ ও মধ্য প্রাচ্যে অভিবাসী হয়।

চিত্রশালা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Hirundo rupestris"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। ২০১২। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

Eurasian Crag Martin --- Břehule skalní