ইরাইথ্রুরা পিয়ালী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ফিজি প্যারোটফিঞ্চ
perched green bird with red head and rump
Adult
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: Passeriformes
পরিবার: Estrildidae
গণ: Erythrura
প্রজাতি: E. pealii
দ্বিপদী নাম
ইরাইথ্রুরা পিয়ালীi
Hartlaub, 1852
       = resident year-round

Pale blue lines (mostly around islands) = coral reefs

প্রতিশব্দ

Geospiza prasina

ফিজি প্যারোটফিঞ্চ, দ্বিপদ নাম ইরাইথ্রুরা পিয়ালী হচ্ছে এস্ট্রিল্ডিড ফিঞ্চের একটি প্রজাতি যারা ফিজির এন্ডেমিক পাখি। আগে একে লাল মাথা প্যারোটফিঞ্চের উপপ্রজাতি ভাবা হতো। এটি ছোট আকৃতির পাখি। গায়ের পালক সবুজ, মাথা এবং লেজের পালক লাল। এদের চঞ্চু গাঢ় ধূসর। এদেরকে জঙ্গলে এবং মুক্তস্থানে দেখতে পাওয়া যায়।

শ্রেণীবিন্যাস[সম্পাদনা]

এদের গণ নাম ইরাইথ্রুরা এসেছে প্রাচীন গ্রীক শব্দ ইরাইথ্রস (লাল) এবং অওরা(লেজ) থেকে। প্রথমদিকের ইংরেজি লেখায় এদেরকে ফিজিয়ান ফায়ার-টেল নামে উল্লেখ করা হতো।

বর্ণনা[সম্পাদনা]

এরা ছোট আকারের ফিঞ্চ পাখি, লম্বায় ১০ সেমি (৩.৯ ইঞ্চি)। প্রাপ্ত বয়স্ক পাখির শরীর এবং ডানা উজ্জ্বল সবুজ, মাথা ও লেজ লাল। এরা দ্রুত উড়তে পারে। এরা উচ্চস্বরে ডাকে।

বাসস্থান[সম্পাদনা]

এরা ফিজির এন্ডেমিক পাখি। ফিজির চারটি বৃহত্তম দ্বীপে এবং পশ্চিমের ক্ষুদ্র দ্বীপে এদের দেখতে পাওয়া যায়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Erythrura pealii"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। ২০১২। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]