সারাহ বেগম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সারাহ বেগম
জন্ম (1988-07-05) ৫ জুলাই ১৯৮৮ (বয়স ৩৫)
জাতীয়তাব্রিটিশ
মাতৃশিক্ষায়তনকিংস্টোন বিশ্ববিদ্যালয়
পেশানৃবিজ্ঞানী, সাংবাদিক, পর্যটক, চলচ্চিত্র নির্মাতা, অভিনেত্রী
ওয়েবসাইটwww.sarahbegum.tv

সারাহ বেগম (জন্ম ৫ জুলাই ১৯৯৮) একজন ব্রিটিশ নৃবিজ্ঞানী, সাংবাদিক, পর্যটক,তথ্যচিত্র নির্মাতা, চলচ্চিত্র নির্মাতা।

প্রারম্ভের জীবন[সম্পাদনা]

সারাহ বেগম লন্ডনে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন, তিনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক।[১] তিনি কিংস্টন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন।[২]

নৃবিজ্ঞান ও পর্যটন জীবন[সম্পাদনা]

সারাহ বেগম একজন অনুসন্ধানী সাংবাদিক এবং একজন এমন অনুসন্ধিৎসু নৃবিজ্ঞানী যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তার রোমাঞ্চকর অভিযানের জন্য প্রসিদ্ধ। তার অনুসন্ধানের ব্যপ্তি সমগ্র বিশ্ব। তিনি অনুসন্ধান করেছেন বিভিন্ন স্থানের অাদিবাসীর জীবিকা, সংগ্রাম ও তাদের জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য অভিজ্ঞতা এর উপর এবং মানবিক প্রচেষ্টা হিসাবে সমাজের সমসাময়িক ঘটনাপ্রবাহের উপর অনুসন্ধান করে চলেছেন।[৩][৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Fascinating trailer for Sarah Begum's doc Amazon Souls"Mail Online। ১৪ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৫ 
  2. "Kingston University London"। ৩১ মে ২০১৩। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৫ 
  3. "সারাহ বেগম, রয়েল জিওগ্রাফিক্যাল সোসাইটি এর ফেলো এবং একজন ওয়াল্ড এক্সপ্লোরার ব্যুরো এর সদস্য"। স্কুল স্পিকার। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৮ 
  4. "সারাহ বেগম এর উপর স্পেশালিস্ট স্পিকারের প্রতিবেদন"। স্পেশালিস্ট স্পীকারর্স স্পিকার ব্যুরো। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]