ভৌতিক বই
অবয়ব
ভৌতিক বই বলতে সাধারনত সেইসব বইকে বোঝানো হয় যা লেখা হয় ভূত, প্রেত, আত্মা, প্রেতাত্মা ইত্যাদিকে কেন্দ্র করে। এতে ভৌতিক অভিজ্ঞতাও থাকে। অর্থাৎ এসব বইয়ের প্রধান চরিত্র থাকে ভূত। ভৌতিক বইতে সংকলিত হয় ভৌতিক গল্প। বাংলা সাহিত্যে অনেক লেখক ইতিমধ্যেই ভৌতিক বই বা ভৌতিক গল্প রচনায় নিজেদের দক্ষতা দেখিয়েছেন।