বিষয়বস্তুতে চলুন

অনির্বাণ (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অনির্বাণ
(The Vigil)
পরিচালকড: ভবেন্দ্র নাথ শইকীয়া
প্রযোজকপ্রীতি শইকীয়া
চিত্রনাট্যকারভবেন্দ্র নাথ শইকীয়া
উৎসভবেন্দ্র নাথ শইকীয়ার গল্প 'প্রহরী' (১৯৬০)
শ্রেষ্ঠাংশেভোলা কটকী
রুণু গোস্বামী
সঙ্গীতা শইকীয়া
আনন্দ মোহন ভাগবতী
সুরকারআখতার খান
চিত্রগ্রাহকইন্দুকল্প হাজারিকা
সম্পাদকনিকুঞ্জ ভট্টাচার্যি
মুক্তি৬ ফেব্রুয়ারি, ১৯৮১
দেশভারত
ভাষাঅসমীয়া

অনির্বাণ ১৯৮১ সালেত মুক্তিপ্রাপ্ত একটি ক'লা-বগা অসমীয়া চলচ্চিত্র[] এটি ড: ভবেন্দ্রনাথ শইকীয়া পরিচালিত দ্বিতীয় ছবি। ড: শইকীয়ার অন্যান্য ছবির মতো এই ছবির কাহিনীও তার একটি ছোটগল্পের থেকে নেওয়া হয়েছিল। গল্পটি ছিল 'প্রহরী'; রচনাকাল ১৯৬০ সালে। তিনি পরিচালনার সঙ্গে ছবিটির চিত্রনাট্য ও সংলাপও রচনা করেন। প্রযোজক ছিলেন তার পত্নী প্রীতি শইকীয়া। অনির্বাণ আঞ্চলিক ভাষার শ্রেষ্ঠ ছবির 'রজত কমল' পুরস্কার লাভ করেছিল।[]

কুশীলব

[সম্পাদনা]
  • ভোলা কটকী,
  • রুণু গোস্বামী,
  • সঙ্গীতা শইকীয়া
  • আনন্দ মোহন ভাগবতী
  • উৎপল চক্রবর্তী
  • হেমন্ত দত্ত
  • বিদ্যুত চক্রবর্তী
  • ববিতা শর্মা
  • কামিনী বরুয়া
  • রীতু দাস
  • অনন্ত গগিয়ে
  • ঈশান বরুয়া
  • চিরন্তন হাজারিকা

কলা-কুশলী

[সম্পাদনা]

(তথ্যতে উল্লেখ না থাকা)

  • কারিকরী সহকারী: অরুণ গুহ ঠাকুরতা
  • সহকারী পরিচালক: গুণসিন্ধু হাজারিকা, মাণিক বরা
  • শব্দযন্ত্রী: পিযুষ কান্তি রয়
  • রূপসজ্জা: দেবী হালদার

পুরস্কার

[সম্পাদনা]

১৯৮১ সালে অসমীয়া ভাষার শ্রেষ্ঠ ছবির রাষ্ট্রীয় পুরস্কার (রজত কমল) লাভ করে।

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]