সিসাময়েড অস্থি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিসাময়েড অস্থি
ডান হাঁটু সন্ধির লম্বচ্ছেদ
পায়ের পাতার প্রথম মেটাটার্সাল অস্থির শেষ প্রান্তে সিসাময়েড অস্থি
লাতিনossa sesamoidea
টিএA02.0.00.016
শাভিমFMA:32672
হাড়ের শারীরবৃত্তীয় পরিভাষা

অ্যানাটমিতে ‘’সিসাময়েড অস্থি ‘’ বলতে(/ˈsɛsəmɔɪd/[১][২]) টেন্ডনে অবস্থিত অস্থিকে বুঝায়।

যেখানে যেখানে পাওয়া যায়[সম্পাদনা]

সমস্ত দেহেই সিসাময়েড অস্থি পাওয়া যায়,যেমন

যেখানে পাওয়া যায় অস্থি টেন্ডন
হাঁটু প্যাটেলা কোয়াড্রিসেপ্স
হাত প্রথম মেটাকার্পাল অস্থির দূরবর্তী অংশ(কখনো কখনো দ্বিতীয় মেটাকার্পাল অস্থির দূরবর্তী অংশ) অ্যাডাক্টর পলিসিসফ্লেক্সর পলিসিস ব্রেভিস
কব্জি পিসিফর্ম ফ্লেক্সর কার্পি আলনারিস [৩]
চরণ প্রথম মেটাটার্সাল অস্থি(কখনো কখনো দ্বিতীয় মেটাটার্সাল অস্থি) ফ্লেক্সর হ্যালুসিস ব্রেভিস [৪]

ক্লিনিক্যাল গুরুত্ব[সম্পাদনা]

সিসাময়েড অস্থিতে খুব অল্পই রক্ত পৌঁছতে পারে।দ্রুত চিকিৎসা না করা হলে সারানো অনেক কঠিন হয়ে পড়ে।নেক্রোসিস হবার আশঙ্কা আছে[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. OED 2nd edition, 1989 as /sεsəmɔɪd/.
  2. Entry "sesamoid" in Merriam-Webster Online Dictionary.
  3. Tim D. White, Human Osteology, 2nd edition (San Diego: Academic Press, 2000), 199, 205.
  4. White, Human Osteology, 2nd edition, 257-261.
  5. http://www.footankleinstitute.com/sesamoid-fracture/