বিষয়বস্তুতে চলুন

স্লোভাকিয়ার রাজনীতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্লোভাকিয়ার রাজনীতি একটি বহু-দলীয় ব্যবস্থা সহ সংসদীয় প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কাঠামোতে সংঘটিত হয় । আইন প্রণয়নের ক্ষমতা সংসদে ন্যস্ত থাকে এবং এটি কিছু ক্ষেত্রে সরকার বা সরাসরি নাগরিকদের দ্বারাও প্রয়োগ করা হতে পারে।

নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার দ্বারা পরিচালিত হয়। বিচার বিভাগ নির্বাহী বিভাগ এবং আইন বিভাগ থেকে স্বতন্ত্র । রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান। []ভি-ডেম গণতন্ত্রে র সূচক অনুসারে স্লোভাকিয়া ২০২৩ সালে বিশ্বের ১৮তম সবচেয়ে নির্বাচনী গণতান্ত্রিক দেশ ছিল। [১]

  1. V-Dem Institute (২০২৩)। "The V-Dem Dataset"। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০২৩