ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়
বিইউ
ধরনবেসরকারী বিশ্ববিদ্যালয়
স্থাপিত২০১২
আচার্যরাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
উপাচার্যঅধ্যাপক ড.সুরজিৎ সর্ববিদ্যা
শিক্ষার্থী১৫০০
ঠিকানা
উত্তম-হুমায়ূন প্লাজা,পদুয়ার বাজার বিশ্বরোড
, ,
শিক্ষাঙ্গনশহুরে
সংক্ষিপ্ত নামBU
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইটbritannia.edu.bd
মানচিত্র

ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় কুমিল্লার জেলার পাদুয়ার বাজার, বিশ্বরোডে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ১৬ই নভেম্বর ২০১২ সালে এর কার্যক্রম শুরু করার অনুমতি লাভ করে।[১][২]

অনুমোদন ও স্বীকৃতি[সম্পাদনা]

ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর অধীনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয় ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদন লাভ করে। ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় কুমিল্লা জেলায় প্রতিষ্ঠিত তৃতীয় বিশ্ববিদ্যালয়। প্রখ্যাত শিক্ষাবিদ ডক্টর এম সামসুল হক কর্তৃক প্রতিষ্ঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয় দি ইউনিভার্সিটি অফ কুমিল্লা (ইউনিক) ছিল এতদঞ্চলে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয়। দি ইউনিভার্সিটি অফ কুমিল্লা ২০০৫ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দ্বারা বন্ধ ঘোষণা হওয়ার পর ২০০৬ সালে সরকারি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও বিভিন্ন উচ্চতর ডিগ্রী নেয়ার সুবিধা থাকলেও সীমিত সংখক আসন সংখ্যার কারণে কুমিল্লায় আরেকটি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা দেখা দেয়। অবশেষে ২০১২ সালে ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে কুমিল্লা ও এর আশেপাশের অঞ্চলের বিপুল শিক্ষার্থীদের উচ্চশিক্ষা লাভের পথ সুগম হয়।

আচার্য ও উপাচার্য[সম্পাদনা]

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ সাহাবুদ্দিন ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য ও অধ্যাপক ড.সুরজিৎ সর্ববিদ্যা ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ১৩ আগষ্ট ২০২৩ থেকে দায়িত্ব পালন করছেন ।

স্নাতক ও স্নাতকোত্তর কোর্সসমূহ[সম্পাদনা]

ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে ১০টি স্নাতকোত্তর কোর্স প্রচলিত রয়েছে। কোর্সগুলো হল, মাস্টার অফ বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন, এক্সিকিউটিভ মাস্টার অফ বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার ইন কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এলএলএম, এলএল.এম, এলএলবি, মাস্টার ইন ইংলিশ, এমএসএস ইন এ্যাপ্লাইড ইংলিশ, এমএসএস ইন এ্যাপ্লাইড সোশিয়লজি, এমএসএস ইন ইকনমিক্স।

ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে প্রচলিত স্নাতক কোর্সগুলো হল, বিএসসি ইন কম্পিউটার সায়েঞ্জ এ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য), ব্যাবসায় প্রশাসন, এলএলবি, বিএ অনার্স ইন ইংলিশ, বিএ অনার্স ইন ইকনমিক্স।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The Private University Act, 2010: Would the barking dog bite?"Law and Our Rights। The Daily Star। ১৫ জানুয়ারি ২০১১। ১১ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৯ 
  2. "Britannia University - About Britannia University"www.britannia.ac। ১২ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]