জাকারিয়া তামের
অবয়ব
জাকারিয়া তামের Zakaria Tamer زكريا تامر | |
---|---|
জন্ম | দামেস্ক, সিরিয়া | ২ জানুয়ারি ১৯৩১
পেশা | ছোট গল্পকার, সংবাদপত্রের কলামলেখক, সংবাদপত্র সম্পাদক |
জাতীয়তা | সিরিয়ান |
সময়কাল | ১৯৬০-বর্তমান |
ধরন | ছোটগল্প, ছোটোদের সাহিত্য |
জাকারিয়া তামের (আরবি: زكريا تامر) (জন্ম ২ জানুয়ারি, ১৯৩১) আরবি ভাষার অন্যতম প্রধান কথাশিল্পী। রাজনীতিলগ্ন লেখক, আরব ঐতিহ্য, প্রত্ন উপাদান রাজনীতি তার গল্পের উপজীব্য। তার প্রথম গ্রন্থ প্রকাশ ১৯৫৭ সালে। এখনো লিখে যাচ্ছেন। বাস করেন লন্ডন নগরীতে। বিভিন্ন ভাষায় তার লেখা অনুদিত হয়েছে। বাংলায় 'জাকারিয়া তামেরের গল্প' নামে তার গল্প সংকলন রয়েছে। অনুবাদ করেছেন ষড়ৈশ্বর্য মুহম্মদ। মেঘ প্রকাশনী থেকে ২০১৫ সালে এটি প্রকাশিত।
শৈশব
[সম্পাদনা]জাকারিয়া তামেরের জন্ম সিরিয়ার দামেস্কের আল-বাশা জেলায় ১৯৩১ সালে। তিনি নিজের পরিবারকে সাহায্যের জন্য ১৯৪৪ সালে স্কুল ত্যাগ করতে বাধ্য হন।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ A Reader of Modern Arabic Short Stories, Publisher: Saqi Books (April 1, 2000): আইএসবিএন ০-৮৬৩৫৬-১৯১-৮