কামিল আল-হুসাইনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কামিল মুহাম্মদ তাহির আল-হুসাইনি
জন্ম
কামিল ইবনে মুহাম্মদ তাহির ইবনে মোস্তফা তাহির ইবনে আল-হুসাইনি

২৩ ফেব্রুয়ারি ১৮৬৭
জেরুসালেম
মৃত্যু৩১ মার্চ ১৯২১(1921-03-31) (বয়স ৩৯)
জেরুসালেম
পেশাইসলাম
উত্তরসূরীমুহাম্মদ আমিন আল-হুসাইনি
সন্তানআহমেদ আল-হুসাইনি
সামরিক কর্মজীবন
আনুগত্যউসমানীয় সাম্রাজ্য

কামিল আল-হুসাইনি (আরবি: كامل الحسيني, বা কামেল আল-হুসাইনি) (২৩ ফেব্রুয়ারি ১৮৮২ - ৩১ মার্চ ১৯২১) ছিলেন একজন সুন্নি মুসলিম ধর্মীয় নেতা এবং জেরুসালেমের গ্র্যান্ড মুফতি। তিনি ১৯০৮ সাল থেকে তার মৃত্যু পর্যন্ত এই পদে ছিলেন।

কামিল আল হুসাইনি জেরুসালেমের প্রথম গ্র্যান্ড মুফতি মুহাম্মদ তাহির আল-হুসাইনির পুত্র। ১৯০৮ সালে তার পিতার মৃত্যুর পর তিনি তার উত্তরসুরি হন। রাজনৈতিক দিক থেকে তিনি তার পিতার চেয়ে ভিন্নপন্থি ছিলেন। ফিলিস্তিনে ব্রিটিশ মেন্ডেটের সময় তিনি ইহুদিব্রিটিশ কর্তৃপক্ষের সাথে সমঝোতার পক্ষে ছিলেন। ব্রিটিশরা তাকে আপিল আদালতের চেয়ারম্যান এবং পরবর্তীতে উচ্চতর ওয়াকফ কমিটির নেতা নিয়োগ দেয়।

তার মৃত্যুর পর তার ভাই মুহাম্মদ আমিন আল-হুসাইনি তার উত্তরসুরি হন।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]