রাসায়নিক দ্যুতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আর্লেনমেয়ার ফ্লাক্সে রাসায়নিক দ্যুতি বিক্রিয়া। 

রাসায়নিক বিক্রিয়ার কারণে আলো বিকিরণের ঘটনাকে রাসায়নিক দ্যুতি বলে। এই ধরনের বিক্রিয়ায় সামান্য পরিমাণে তাপ নিঃসরন হতে পারে।  বিক্রিয়ক A ও B এর উত্তেজিত মধ্যবর্তী অবস্থা নিম্নরূপ, 

[A] + [B] → [] → [উৎপাদ] + [[আলো ]]

উদাহরনস্বরুপ, উপযুক্ত প্রভাবকের উপস্থিতিতে  যদি [A] লুমিনল এবং [B] হাইড্রোজেন পারক্সাইড হয় তবে :

luminol + hydrogen peroxide → 3-APA[] → 3-APA + light

যেখানে 3-APA হলো ৩- এমিনোথ্যালেট এবং 3-APA[] হলো ৩- এমিনোথ্যালেট এর উত্তেজিত অবস্থা।

রাসায়নিক দ্যুতি ঘটনাটি যখন জীব কোষে ঘটে তখন তাকে 'জৈব দ্যুতি' বলে।

তথ্যসূত্র[সম্পাদনা]