ব্যবহারকারী:The Prekshit/এম মোখলেসুর রহমান চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এম মোখলেসুর রহমান চৌধুরী
জন্ম১৯৬৫
পরিচিতির কারণরাজনীতিবিদ
দাম্পত্য সঙ্গীসুফিয়া মোখলেস চৌধুরী
সন্তানতিন পুত্র মনসুর মোখলেস চৌধুরী, মাকসুদ মোখলেস চৌধুরী (মরহুম), মাসরুর মোখলেস চৌধুরী ও এক কন্যা আয়েশা মোখলেস চৌধুরী
পিতা-মাতা
  • আলহাজ আজিজুর রহমান চৌধুরী (মরহুম) (পিতা)
  • শরিফা আজিজ চৌধুরী (মাতা)

এম মোখলেসুর রহমান চৌধুরী (লাখাই,বাংলাদেশ) একজন বাংলাদেশী রাজনীতিবিদ। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের ২০০৬-২০০৭ শাসনামলে[১][২]তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির উপদেস্টা ও মন্ত্রী ছিলেন[৩]। ২০০৪ সালের ৪ ডিসেম্বর তিনি রাষ্ট্রপতির প্রেস সচিব হন[৪]। এর আগে তিনি ওভারসিস করেস্পন্ডেন্টস এসোসিয়েশন বাংলাদেশ-ওকাব-এর প্রেসিডেন্ট[৫] ছিলেন। তিনি একজন স্বনামধন্য পেশাদার সাংবাদিক। এছাড়া তিনি একজন লেখক, প্রাবন্ধিক, উপস্থাপক এবং সুবক্তা।


প্রারম্ভিক জীবন ও শিক্ষা[সম্পাদনা]

এম মোখলেসুর রহমান চৌধুরীর পিতা আলহাজ আজিজুর রহমান চৌধুরী (মরহুম) সাপ্তাহিক প্রেক্কিতের প্রথম প্রধান সম্পাদক[৬] এবং মাতা শরিফা আজিজ চৌধুরী 'রত্নগর্ভা মা' এওয়ার্ডপ্রাপ্ত[৭]। পিতার সরকারি চাকরির সুবাদে তিনি সিলেট জেলায় কাটান জীবনের বিরাট সময়। তার বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার কাটিহারা গ্রামে ও জন্ম নানাবাড়িতে, নাসিরনগরের কুলিকুন্ডায়। তিনি ঢাকা বিশববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকাতায় মাস্টারস করেছেন ও যুক্তরাজ্য থেকে পিএইচডি করছেন[৮]

রাস্ট্রীয় দায়িত্ব,২০০৪-২০০৭[সম্পাদনা]

মোখলেসুর রহমান চৌধুরী বাংলাদেশের রাস্ট্রীয় ক্রান্তিকালে[৯][১০] রাস্ট্রের হাল ধরেন[১১]। তাকে ডিফেক্টো রাস্ট্রপতি ও প্রধানমন্ত্রী বলা হয়ে থাকে[১২]। কেয়ারটেকার সরকারের প্রধান উপদেস্টা নিয়োগের ক্ষেত্রে তিনি সংবিধান অনুসরণ করেছেন[১৩][১৪]

সাংবাদিকতা জীবন,১৯৮০-২০০৪[সম্পাদনা]

ছাত্রজীবন থেকেই তিনি সাংবাদিকতায় জড়িয়ে যান। ১৯৮০ সাল থেকে পার্ট টাইম ও ১৯৮৫ সাল থেকে দৈনিক পত্রিকা, দৈনিক নব অভিযান, আজকের কাগজ ও দৈনিক দিনকালে চীফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ডিপ্লোমেটিক করেস্পন্ডেন্ট ও ডিপ্লোমেটিক এডিটরের দায়িত্ব পালন করেন[১৫]। তিনি সাপ্তাহিক সড়ক, সাপ্তাহিক প্রেক্কিত ও ম্যাগাজিন 'শ্রমর সম্পাদক ছিলেন।

তিনি সমকালীন সাংবাদিকতা এবং প্রটোকলের নিগড় বইয়ের লেখক[১৬] এবং রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে বংগভবনের শত বর্ষ ও হাণ্ড্রেড ইয়ারস অব বঙ্গভবন বই দুটির প্রকাশক[১৭]

ব্যক্তিগত জীবন ও সম্মাননা[সম্পাদনা]

মোখলেসুর রহমান চৌধুরী ব্যক্তিগত জীবনে সুফিয়া চৌধুরীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ। তিনি তিন পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তার পুত্র মনসুর মোখলেস চৌধুরী, মাকসুদ মোখলেস চৌধুরী (মরহুম), মাসরুর মোখলেস চৌধুরী ও মেয়ে আয়েশা মোখলেস চৌধুরী। সাবেক মন্ত্রী মোখলেস চৌধুরী নবাব স্যার সলিমুল্লাহ গোল্ড মেডাল পেয়েছেন। রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা এম মোখলেসুর রহমান চৌধুরী পবিত্র হজ্বব্রত পালন করেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]