কোস্টা রিকার ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কোস্টারিকার একটি আদিবাসী ভাষার মানচিত্র, প্রাক-স্প্যানিশ আগমন

স্পেনীয় ভাষা কোস্টা রিকার সরকারি ভাষা।[১] এখানকার প্রায় সকলেই এই ভাষাতে কথা বলেন। প্রায় ২% মানুষ ইংরেজি-ভিত্তিক একটি ক্রেওল ভাষাতে কথা বলেন। ক্রেওলটি ক্যারিবীয় দ্বীপপুঞ্জের পশ্চিমাংশে বহুল প্রচলিত। এছাড়াও হাজার খানেক লোক একাধিক স্থানীয় আদিবাসী আমেরিকান ভাষাতে কথা বলেন। চীনাদের একটি অভিবাসী জনগোষ্ঠী (সংখ্যায় প্রায় হাজার পাঁচেক) চীনা ভাষায় (ইউয়ে উপভাষা) কথা বলে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Postan, Liraz (২০১৯-১১-০২)। "All About Costa Rica Languages & Tourism | BLEND"Localization Services by BLEND (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]