বিষয়বস্তুতে চলুন

মাতাফ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উপর থেকে দৃশ্যমান মাতাফ। মধ্যখানে কাবা দেখা যাচ্ছে।

মাতাফ কাবাঘরের চারদিকের খোলা তাওয়াফের স্থানকে বলা হয়।[]

অন্যান্য ব্যবহার

[সম্পাদনা]

মূলত তাওয়াফের জন্য ব্যবহৃত হলেও জামাতের সময় হলে এই স্থানে নামাজ আদায় করা হয়। নামাজ শেষে পুনরায় তাওয়াফ শুরু হয়। পূর্বে জমজম কূপ মাতাফেই অবস্থিত ছিল। পরে ভূপৃষ্ঠ থেকে কূপের অংশ সরিয়ে নেয়া হয় এবং পাম্পের সাহায্যে পানি উত্তোলন শুরু হয়। বর্তমানে এই ব্যবস্থা রয়েছে।

চিত্র-২:জমজম কূপের প্রবেশদ্বার

তথ্যসূত্র

[সম্পাদনা]