হ্যালো, মাই ডলি গার্লফ্রেন্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হ্যালো, মাই ডলি গার্লফ্রেন্ড
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকতাকাশি ইসহি
প্রযোজক
  • তাকাশি আসিওয়া
  • উজিকাৎসু ওমরি
শ্রেষ্ঠাংশে
পরিবেশককাডোকাওয়া পিকচার্স
মুক্তি
  • ১৫ জুন ২০১৩ (2013-06-15) (জাপান)
স্থিতিকাল১১২ মিনিট
দেশজাপান
ভাষাজাপানি

হ্যালো, মাই ডলি গার্লফ্রেন্ড (フィギュアなあなた) ২০১৩ সালের জাপানি ইরোটিক প্রণয়ধর্মী চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন তাকাশি ইসহি। প্রযোজনা করেন তাকাশি আসিওয়া এবং উজিকাৎসু ওমরি। অভিনয়ে ছিলেন তাসুকো উমোতো, কোকোনে সাসাকি, নাওতো তাকেনাকা, রুমি কাজামা, রিনা সাকুরাগি এবং ইয়ুকি মামিয়া[১]

চলচ্চিত্রটি ২০১৩ সালের ১৫ জুন জাপানে মুক্তি দেয়া পায়।

কাহিনিসংক্ষেপ[সম্পাদনা]

অভিনয়ে[সম্পাদনা]

অভ্যর্থনা[সম্পাদনা]

২৩তম জাপন চলচ্চিত্র পেশাদার পুরস্কারে ৮ম শেষ্ট চলচ্চিত্রের জন্য পছন্দ করা হয়েছে এবং কিনেমা জুনপোর ২০১৩ সালের শীর্ষ ১০ জাপানি চলচ্চিত্রের মধ্যে রানার-আপ হয়েছিল।

সমালোচনামূলক সাড়া[সম্পাদনা]

স্ক্রীন ডেইলি পত্রিকায়, মার্ক অ্যাডামস চলচ্চিত্রের সমালোচনা করে মন্তব্য করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ja:フィギュアなあなた (2013)"allcinema (জাপানি ভাষায়)। Stingray। সংগ্রহের তারিখ মার্চ ৫, ২০১৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]