দোহার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দোহার
কালিকাপ্রসাদ ভট্টাচার্য, দোহারের প্রতিষ্ঠাতা তাদের একটি লোক কনসার্টে
কালিকাপ্রসাদ ভট্টাচার্য, দোহারের প্রতিষ্ঠাতা তাদের একটি লোক কনসার্টে
প্রাথমিক তথ্য
উদ্ভবকোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
ধরনবাংলা লোক গীতি
কার্যকাল৭ আগস্ট ১৯৯৯-বর্তমান
লেবেলকনকর্ড মিউজিক, সনি মিউজিক, সারেগামা এইচএমভি, ওরিয়ন এন্টারটেইনমেন্ট, পিকাসো এন্টারটেইনমেন্ট
সদস্য
  • রাজীব দাস
  • অমিত শূর
  • মৃগনাভি চট্টোপাধ্যায়
  • সত্যজিৎ সরকার
  • নিরঞ্জন হালদার
  • ঋত্বিক গুছাইত
  • রাহুল কর্মকার
  • সুদীপ্ত চক্রবর্তী
  • কালিকাপ্রসাদ ভট্টাচার্য
ওয়েবসাইটdoharfolk.com

দোহার ভারতের একটি লোকগানের দল; যাদের মূলকেন্দ্র কলকাতায়। কেবল ভারতের পশ্চিমবঙ্গেই নয়, বাংলাদেশেও এই দলটির বেশ জনপ্রিয়তা রয়েছে।[১]

নামকরণ[সম্পাদনা]

এই গানের দলের নামকরণ করেন দলের সদস্যদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অভীক মজুমদার। যেহেতু দলের সদস্যরা সবাই একত্রে গান করে, আবার কেউই লোকসঙ্গীতের আদত শিল্পী না, সেহেতু তিনি দোহার নামটাই যথোপযুক্ত মনে করেছেন।[২]

পথচলা[সম্পাদনা]

১৯৯৯ সালে একটি গানের অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে দোহার পথচলা শুরু করে।[৩] পরবর্তীতে সুপ্রভাত নামক একটি গানের অনুষ্ঠান থেকে তাদের ডাক আসে। সেখানে পারফর্ম করার পর ডাক পড়ে ক্যাসেট কোম্পানীতে। হাছন রাজা, শাহ্ আব্দুল করিম, শীতালং শাহ সহ বিভিন্ন বাউলের মোট ন'টা গান নিয়ে ২০০১ সালে প্রকাশিত হয় দোহারের প্রথম অ্যালবাম "বন্ধুর দেশে।"[১][৪]

Team DOHAR - a group of folk musicians
দল দোহার - লোকসংগীতশিল্পীদের একটি দল

দলের সদস্য[সম্পাদনা]

প্রকাশিত অ্যালবাম[সম্পাদনা]

  • বন্ধুর দেশে (প্রকাশ- ২০০১)
  • বাংলার গান শিকড়ের টান (প্রকাশ- ২০০২)
  • রূপসাগরে (প্রকাশ- ২০০৪)
  • বাংলা (প্রকাশ- ২০০৬)
  • লোকগান ২০০৭
  • মাটিস্বর (প্রকাশ- ২০০৯)
  • মাটির কেল্লা - ভিডিও অ্যালবাম (প্রকাশ- ২০১১)
  • সহস্র দোতারা (প্রকাশ- ২০১২) [বাংলাদেশ থেকে প্রকাশিত]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "দোহার সম্পর্কে"। ১৮ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৩ 
  2. দোহারের যাত্রা লোকসঙ্গীতকে ঘিরে[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], জনকন্ঠ, প্রকাশিত হয়েছেঃ ২৬শে অক্টোবর, ২০১৩।
  3. বাংলাদেশের গান গেয়েই যাত্রা শুরু : দোহার ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ অক্টোবর ২০১৩ তারিখে, সমকাল পত্রিকা, লেখকঃ সোমেশ্বর অলি, প্রকাশিত হয়েছেঃ ২৩শে অক্টোবর, ২০১৩।
  4. আনন্দবাজার পত্রিকা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ ফেব্রুয়ারি ২০১২ তারিখে, মুখোমুখি..., প্রকাশিত হয়েছেঃ ৪ঠা ফেব্রুয়ারি, ২০১২।

বহিঃসংযোগ[সম্পাদনা]