উইলিয়াম জোন্স (ভাষাতাত্ত্বিক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইলিয়াম জোন্স
উইলিয়াম জোন্স
Puisne judge of the Supreme Court of Judicature at Fort William in Bengal
কাজের মেয়াদ
22 October 1783[১] – 27 April 1794[২]
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৭৪৬-০৯-২৮)২৮ সেপ্টেম্বর ১৭৪৬
Westminster, London
মৃত্যু এপ্রিল ২৭, ১৭৯৪(1794-04-27) (বয়স ৪৭)
কলকাতা, বৃটিশ ভারত

উইলিয়াম জোন্স (২৮ সেপ্টেম্বর ১৭৪৬— ২৭ এপ্রিল ১৭৯৪) একজন ইংরেজ ভাষাতাত্ত্বিক। তিনি ছিলেন অ্যাংলো-ওয়েলশ ভাষাতত্ত্ববিদ, বাংলার ফোর্ট উইলিয়ামের সুপ্রিম কোর্টের বিচারিক আদালতের নিম্ন বিচারক এবং প্রাচীন ভারতের একজন পণ্ডিত, বিশেষ করে ইউরোপীয় ও ভারতীয় ভাষার মধ্যে সম্পর্ক আবিস্কারে তার প্রস্তাবের জন্য তিনি পরিচিত, পরে যেটি ইন্দো-ইউরোপীয় ভাষা নামে পরিচিত হয়। তিনি, হেনরি টমাস কোলব্রুক এবং নাথানিয়েল হ্যালহেড-এর সঙ্গে ১৭৮৪ সালে এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠিত করেন, এবং এশিয়াটিক রিসার্চ নামে একটি জার্নাল প্রকাশ করেন।

উইলিয়াম জোন্সের কবর, সাউথ পার্ক স্ট্রিট সেমিট্রি, কলকাতা

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Curley p 353
  2. Curley p 434

আরো পড়ুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]