২৬তম বাচসাস পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২৬তমতম বাচসাস পুরস্কার
পুরস্কার দেওয়া হয়২০০৪ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য
পুরস্কার প্রদান করেবাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি
আয়োজকবাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি
প্রদান২০০৫
স্থানঢাকা, বাংলাদেশ
আলোকপাত
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রজয়যাত্রা
শ্রেষ্ঠ অভিনেতামান্না
উত্তরের খেপ
শ্রেষ্ঠ অভিনেত্রীশাবনূর
ফুলের মত বউ
সর্বাধিক পুরস্কারদূরত্ব (৫টি)
 ← ২৫তম বাচসাস পুরস্কার ২৭তম → 

২৬তম বাচসাস পুরস্কার হল বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি কর্তৃক প্রদত্ত বাচসাস পুরস্কারের ছাব্বিশতম আয়োজন। ২০০৪ সালের চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে সেরা অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। এই আয়োজনে ১৯টি বিভাগে ১৮ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।[১] দূরত্ব চলচ্চিত্রটি সর্বাধিক ৫টি বিভাগে পুরস্কার অর্জন করে।

বিজয়ীদের তালিকা[সম্পাদনা]

চলচ্চিত্র[সম্পাদনা]

বিভাগ বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ চলচ্চিত্র জয়যাত্রা
শ্রেষ্ঠ পরিচালক মোরশেদুল ইসলাম দূরত্ব
শ্রেষ্ঠ অভিনেতা মান্না উত্তরের খেপ
শ্রেষ্ঠ অভিনেত্রী শাবনূর ফুলের মত বউ
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা মাহফুজ আহমেদ মেঘের পরে মেঘ
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী তানিয়া আহমেদ শ্যামল ছায়া
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক শেখ সাদী খান উত্তরের খেপ
শ্রেষ্ঠ গীতিকার শাহজাহান চৌধুরী উত্তরের খেপ (গান - "আমি একা বড় একা")
শ্রেষ্ঠ পুরুষ কন্ঠশিল্পী আগুন উত্তরের খেপ (গান - "আমি একা বড় একা")
শ্রেষ্ঠ নারী কন্ঠশিল্পী কনকচাঁপা যত প্রেম তত জ্বালা (গান - "মনে তো পড়ে না")
শ্রেষ্ঠ কাহিনিকার রাবেয়া খাতুন মেঘের পরে মেঘ
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার মোরশেদুল ইসলাম দূরত্ব
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা শাহাবুদ্দীন নাগরী এক খণ্ড জমি
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক রফিকুল বারী চৌধুরী (মরণোত্তর) জয়যাত্রা
শ্রেষ্ঠ চিত্রসম্পাদক রতন পাল দূরত্ব
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক কলমতর রাজধানী
শ্রেষ্ঠ শব্দগ্রাহক রতন পাল দূরত্ব
সম্ভাবনাময় পুরস্কার মোহাম্মদ হোসেন জেমী রাজধানী
বিশেষ জুরি পুরস্কার ফাহাদ দূরত্ব (অভিনয়)
নীতিশ সাহা তোমার জন্য পাগল (চিত্রনাট্য ও সংলাপ)
ফারহানা রহমান স্বপ্না জয়যাত্রা (অভিনয়)

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. জোয়াদ, আবদুল্লাহ (২০১০)। বাংলাদেশের চলচ্চিত্র: পাঁচ দশকের ইতিহাস। ঢাকা: জ্যোতিপ্রকাশ। পৃষ্ঠা ৪৮১। আইএসবিএন 984-70194-0045-9