২৮তম বাচসাস পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২৮তম বাচসাস পুরস্কার
পুরস্কার দেওয়া হয়২০০৬ সালে চলচ্চিত্রশিল্পে অনন্য অবদানের জন্য
পুরস্কার প্রদান করেবাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি
আয়োজকবাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি
প্রদান২০০৮
স্থানঢাকা, বাংলাদেশ
আলোকপাত
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রহৃদয়ের কথা
শ্রেষ্ঠ অভিনেতারিয়াজ
হৃদয়ের কথা
শ্রেষ্ঠ অভিনেত্রীপূর্ণিমাপপি
হৃদয়ের কথাবিদ্রোহী পদ্মা
সর্বাধিক পুরস্কারহৃদয়ের কথা (৭টি)
 ← ২৭তম বাচসাস পুরস্কার ২৯তম → 

২৮তম বাচসাস পুরস্কার হল বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি কর্তৃক প্রদত্ত বাচসাস পুরস্কারের আটাশতম আয়োজন। ২০০৬ সালের চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে সেরা অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। এই আয়োজনে ১৩টি বিভাগে ১৯ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।[১] হৃদয়ের কথা শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ সর্বাধিক ৭টি বিভাগে পুরস্কার অর্জন করে।

বিজয়ীদের তালিকা[সম্পাদনা]

চলচ্চিত্র[সম্পাদনা]

বিভাগ বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ চলচ্চিত্র হৃদয়ের কথা
শ্রেষ্ঠ পরিচালক এস এ হক অলিক হৃদয়ের কথা
শহীদুল ইসলাম খোকন বাঙলা
শ্রেষ্ঠ অভিনেতা রিয়াজ হৃদয়ের কথা
শ্রেষ্ঠ অভিনেত্রী পূর্ণিমা হৃদয়ের কথা
সাদিকা পারভিন পপি বিদ্রোহী পদ্মা
শ্রেষ্ঠ গীতিকার কবির বকুল হৃদয়ের কথা (গান - "যায় দিন")
শ্রেষ্ঠ পুরুষ কন্ঠশিল্পী এস আই টুটুল হৃদয়ের কথা (গান - "যায় দিন")
শ্রেষ্ঠ নারী কন্ঠশিল্পী ইভা রহমান হৃদয়ের কথা (গান - "হৃদয়ের কথা")
শ্রেষ্ঠ কাহিনিকার গীতালী হাসান ও আমার ছেলে
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার মুশফিকুর রহমান গুলজার বিন্দুর ছেলে
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা আখতারুজ্জামান আয়না

আজীবন সম্মাননা ২০০৬-২০০৭[সম্পাদনা]

সাংবাদিকতা[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. জোয়াদ, আবদুল্লাহ (২০১০)। বাংলাদেশের চলচ্চিত্র: পাঁচ দশকের ইতিহাস। ঢাকা: জ্যোতিপ্রকাশ। পৃষ্ঠা ৪৮২। আইএসবিএন 984-70194-0045-9