১৯৭০ ভিওয়াদি দাঙ্গা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৯৭০ ভিওয়াদি দাঙ্গা
স্থানভিওয়াদি, জলগাঁও, মাহাদ, মহারাষ্ট্র, ভারত
তারিখ৭ এবং ৮ মে ১৯৭০
হামলার ধরনপূর্ব পরিকল্পিত দাঙ্গা
নিহতমুসলিম মালিকানাধীন সম্পত্তির ক্ষয়ক্ষতি, অগ্নিসংযোগ এবং ২৫০ এর অধিক মানুষের মৃত্যু[১]
হামলাকারী দলরাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ, জন স্ংঘশিব সেনা

১৯৭০ ভিওয়াদি দাঙ্গা হল মুসলিমবিরোধী সহিংসতার একটি অনন্য দৃষ্টান্ত, যা ৭ এবং ৮ মে ভারতের ভিওয়াদি, জালগাঁও, মাহাদে সংগঠিত হয়।[২] বিশাল পরিমাণ অগ্নিসংযোগ ও মুসলিম মালিকানাধীন সম্পত্তি ভাংচুর করা হয় এবং ২৫০ এর অধিক মানুষের মৃত্যু ঘটে। এই দাঙ্গা শিব সেনা দ্বারা পূর্বপরিকল্পিত নিয়মে সংগঠিত হয়।[১]

স্বাধীনতার পর ভারতের ইতিহাসে এই ঘটনাটি সাম্প্রদায়িক সহিংসতার সবচেয়ে খারাপ দৃষ্টান্ত হিসাবে বিবেচিত, যেখানে একাধিক হিন্দু জাতীয়তাবাদি সংগঠন যথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ, জন সংঘশিব সেনা জড়িত ছিল।[৩]

দাঙ্গা[সম্পাদনা]

হিন্দু জাতীয়তাবাদী দল হিসেবে আরএসএস, জন সংঘ ও শিব সেনা এবং মুসলিম দলের মধ্যে জামায়াতে ইসলামী হিন্দ, ভারতীয় ইউনিয়ন মুসলিম লীগমজলিস তামির-ই-মিল্লাত এর মধ্যে চাপা উত্তেজনা দীর্ঘায়িত সময়ের পর্যন্ত বিদ্যমান ছিল।[৩]

আরও দেখুন[সম্পাদনা]

গ্রন্থপঞ্জি[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Engineer 2003, পৃ. 8।
  2. Graff 2013, পৃ. 15-33।
  3. Hansen 2001, পৃ. 74।

বহিঃসংযোগ[সম্পাদনা]