১৯৫২ কলম্বো কাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৯৫২ কলম্বো কাপ
বিবরণ
স্বাগতিক দেশসিলন
তারিখ৯-২৩ মার্চ
দল৪ (১টি কনফেডারেশন থেকে)
মাঠ১ (১টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন ভারত (১ম শিরোপা)
 পাকিস্তান (১ম শিরোপা)
তৃতীয় স্থান বার্মা
 সিলন
পরিসংখ্যান
ম্যাচ
গোল সংখ্যা১০ (ম্যাচ প্রতি ২টি)

১৯৫২ কলম্বো কাপ ছিল কলম্বো কাপের প্রথম সংস্করণ যা সিলনের কলম্বোতে অনুষ্ঠিত হয়েছিল। ভারত ও পাকিস্তানকে যৌথ বিজয়ী ঘোষণা করা হয়।[১]

পয়েন্ট টেবিল[সম্পাদনা]

(বি) বিজয়ীদল বোঝায়

অবস্থান দল ম্যাচ জয় ড্র হার গোল পক্ষে গোল বিপক্ষে পয়েন্ট
 ভারত (বি)
 পাকিস্তান (বি)
 বার্মা
 সিলন

দ্রষ্টব্য: প্রতিযোগিতার নিয়মে বলা হয় যে, পয়েন্টে টাই হলে, গোল গড় হবে টাইব্রেকার। তবে, ভারত বা পাকিস্তানের বিরুদ্ধে কেউই কোনও গোল না দিতে পারায়, আয়োজক কমিটি এই দৃষ্টিভঙ্গি নিয়েছিল যে গোল গড় বিবেচনা করা হবে না, এবং ফলস্বরূপ ট্রফিটি ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়। প্রথম ছয় মাসের জন্য কোন দেশ ট্রফিটি পাবে তা নির্ধারণ করতে একটি মুদ্রা টস হয় যেখানে পাকিস্তান টস জিতে।

ম্যাচ[সম্পাদনা]


 সিলন০–২ পাকিস্তান
প্রতিবেদন ওয়াহিদ গোল
কুট্টি গোল

 পাকিস্তান১–০ বার্মা
শরীফ গোল প্রতিবেদন

 বার্মাবাতিল সিলন

 ভারত০–০ পাকিস্তান
প্রতিবেদন

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Asian Quadrangular Tournament (Colombo Cup) 1952-1955"RSSSF। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২০