১১তম আইফা পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১১তম আইফা পুরস্কার
তারিখ৩ জুন ২০১০ (2010-06-03)
৫ জুন ২০১০ (2010-06-05)
স্থানসুগাথাদাসা স্টেডিয়াম
বন্দরনায়েকে মেমোরিয়াল ইন্টারন্যাশনাল কনফারেন্স হল, কলম্বো
উপস্থাপক
আলোকপাত
শ্রেষ্ঠ চলচ্চিত্রথ্রি ইডিয়টস
সর্বাধিক পুরস্কারথ্রি ইডিয়টস (১৬)
সর্বাধিক মনোনয়নথ্রি ইডিয়টস (২২)
টেলিভিশন আওতা
চ্যানেলস্টার প্লাস
নেটওয়ার্কস্টার টিভি
 ← ১০তম আইফা পুরস্কার ১২তম → 

১১তম আইফা পুরস্কার, আনুষ্ঠানিকভাবে ১১তম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি পুরস্কার অনুষ্ঠানে ২০০৯ সালের সেরা হিন্দি চলচ্চিত্রগুলোকে সম্মানিত করা হয়। এটি ২০১০ সালের ৩ থেকে ৫ই জুন অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিক অনুষ্ঠানটি ২০১০ সালের ৫ই জুন শ্রীলঙ্কার কলম্বোর সুগাথাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।[১][২] অনুষ্ঠান চলাকালীন ২৩টি প্রতিযোগিতামূলক বিভাগে আইফা পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি ভারতে এবং আন্তর্জাতিকভাবে স্টার প্লাসে টেলিভিশনে সম্প্রচারিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোমান ইরানি, রিতেশ দেশমুখলারা দত্ত

সম্পর্কিত ইভেন্টে, আইফা মিউজিক এবং ফ্যাশন এক্সট্রাভাগানজা ২০১০ সালের ৪ঠা জুন বন্দরনায়েকে মেমোরিয়াল ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। ইভেন্ট চলাকালীন, বিজয়ীদের হাতে সমস্ত কারিগরি বিভাগের পুরস্কার তুলে দেওয়া হয়।

থ্রি ইডিয়টস এই আসরে সর্বাধিক ২২টি মনোনয়ন লাভ করে, তারপরে লাভ আজ কাল ১২টি এবং কমিনেপা ৯টি মনোনয়ন লাভ করে।

এই অনুস্থানে থ্রি ইডিয়টস শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক (রাজকুমার হিরানি), শ্রেষ্ঠ অভিনেত্রী (কারিনা কাপুর), শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা (শরমন যোশী) ও শ্রেষ্ঠ খল অভিনেতা (বোমান ইরানি)-সহ সর্বাধিক ১৬টি পুরস্কার অর্জন করে।

অন্যান্য বিজয়ী চলচ্চিত্র হল আলাদিন, লাভ আজ কাল এবং পা ৩টি পুরস্কার, এবং অল দ্য বেস্ট: ফান বিগিন্স, দিল্লি–৬, দেব.ডি, কাল কিসনে দেখা, কমিনেওয়েক আপ সিড ১টি পুরস্কার।

পটভূমি[সম্পাদনা]

পুরস্কারগুলি 2000 সালে শুরু হয়েছিল এবং প্রথম অনুষ্ঠানটি লন্ডনে দ্য মিলেনিয়াম ডোমে অনুষ্ঠিত হয়েছিল। এরপর থেকে বলিউডের আন্তর্জাতিক সাফল্যকে নির্দেশ করে বিশ্বের বিভিন্ন স্থানে পুরস্কার অনুষ্ঠিত হয়। পরবর্তী পুরস্কার অনুষ্ঠান 2011 সালে টরন্টো, অন্টারিও, কানাডায় অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়েছিল [৩] পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিশ্বের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়।

বিজয়ী ও মনোনীত[সম্পাদনা]

রাজকুমার হিরানি, সেরা পরিচালক বিজয়ী
অমিতাভ বচ্চন, সেরা অভিনেতা বিজয়ী
কারিনা কাপুর, সহ-সেরা অভিনেত্রী বিজয়ী
Vidya Balan receiving an IIFA Award in 2006 for Parineeta
বিদ্যা বালান, সহ-সেরা অভিনেত্রী বিজয়ী
শারমান জোশী, সেরা পার্শ্ব অভিনেতা বিজয়ী

বিজয়ীদের প্রথমে তালিকাভুক্ত করা হয় এবং বোল্ডফেসে হাইলাইট করা হয়।

জনপ্রিয় পুরস্কার[সম্পাদনা]

শ্রেষ্ঠ চলচ্চিত্র শ্রেষ্ঠ পরিচালক
প্রধান চরিত্রে অভিনেতার শ্রেষ্ঠ অভিনয় প্রধান চরিত্রে অভিনেত্রীর শ্রেষ্ঠ অভিনয়
পার্শ্ব চরিত্রে অভিনেতার শ্রেষ্ঠ অভিনয় পার্শ্ব চরিত্রে অভিনেত্রীর শ্রেষ্ঠ অভিনয়
কৌতুক চরিত্রে শ্রেষ্ঠ অভিনয় খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনয়
পুরুষ নবাগত তারকা নারী নবাগত তারকা

সঙ্গীত পুরস্কার[সম্পাদনা]

শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক সেরা গানের কথা
শ্রেষ্ঠ নেপথ্য গায়ক শ্রেষ্ঠ নেপথ্য গায়িকা
শ্রেষ্ঠ আবহ সঙ্গীত

লেখনী পুরস্কার[সম্পাদনা]

শ্রেষ্ঠ কাহিনি শ্রেষ্ঠ চিত্রনাট্য
শ্রেষ্ঠ সংলাপ

কারিগরি পুরস্কার[সম্পাদনা]

শ্রেষ্ঠ শিল্প নির্দেশনা শ্রেষ্ঠ মারপিট
  • আলাদিন - সাবু সিরিল
শ্রেষ্ঠ চিত্রগ্রহণ শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা
শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা শ্রেষ্ঠ চিত্রসম্পাদনা
শ্রেষ্ঠ রূপসজ্জা শ্রেষ্ঠ শব্দগ্রহণ
  • পা - ক্রিস্টিয়ান টিন্সলেডমিনি টিল
শ্রেষ্ঠ শব্দ পুনর্মিশ্রণ শ্রেষ্ঠ বিশেষ প্রভাব
  • আলাদিন - চার্লস ডার্বি এবং আইকিউব ল্যাবস

বিশেষ পুরস্কার[সম্পাদনা]

Salman Khan walking the ramp for designer Sanjana Jon (2009)
সালমান খান, হ্যাবিট্যাট হিউম্যানিটি অ্যাম্বাসেডরশিপ পুরস্কার বিজয়ী

গ্রিন গ্লোব পুরস্কার[সম্পাদনা]

হ্যাবিট্যাট হিউম্যানিটি অ্যাম্বাসেডরশিপ অ্যাওয়ার্ড[সম্পাদনা]

সিনেমায় অসামান্য অর্জন[সম্পাদনা]

একাধিক মনোনয়ন ও পুরস্কার[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Colombo gets ready for IIFA 2010"। Sunday Times। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৯ 
  2. "IIFA 2020 Colombo"। International Indian Film Academy। ২০১০-০৬-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৬-০৩ 
  3. "Toronto to host 2011 IIFA Awards"The Indian Express। ১০ ডিসেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

  • IIFA.com অফিসিয়াল ওয়েবসাইট