স্কাল-ব্জাং-পে-মা-দ্বাং-ফ্যুগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্কাল-ব্জাং-পে-মা-দ্বাং-ফ্যুগ (ওয়াইলি: skal bzang pe ma dbang phyug) (১৭২০-১৭৭১) তিব্বতী বৌদ্ধধর্মের র্ন্যিং-মা ধর্মসম্প্রদায়ের র্দো-র্জে-ব্রাগ বৌদ্ধবিহার নামক অন্যতম প্রধান বৌদ্ধবিহারের তৃতীয় প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

স্কাল-ব্জাং-পে-মা-দ্বাং-ফ্যুগ ১৭২০ খ্রিষ্টাব্দে তিব্বতের স্পো-'বোর-স্গাং (ওয়াইলি: spo 'bor sgang) নামক অঞ্চলের ল্চাগ্স-ম্দুদ (ওয়াইলি: lcags mdud) নামক শহরে জন্মগ্রহণ করেন। তাকে পে-মা-'ফ্রিন-লাস নামক র্দো-র্জে-ব্রাগ বৌদ্ধবিহারের প্রধানের পুনর্জন্ম রূপে চিহ্নিত করে ঐ বৌদ্ধবিহারের প্রধান রূপে অধিষ্ঠিত করা হয়। সপ্তম দলাই লামা তাকে দীক্ষা দেন। তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন ব্লো-ব্জাং-ল্হা-ম্ছোগ (ওয়াইলি: blo bzang lha mchog) নামক পে-মা-'ফ্রিন-লাসের শিষ্য এবং পে-মা-থেগ-ম্ছোগ-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: pe ma theg mchog bstan pa'i rgyal mtshan) নামক দ্বিতীয় ন্যি-স্প্রুল (ওয়াইলি: nyi sprul) উপাধিধারী বৌদ্ধ লামা। তিনি ব্দে-গ্শেগ্স-ব্কা'-'দুস-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: bde gshegs bka' 'dus rgya mtsho) নামক গ্রন্থ এবং ল্হা-রিগ্স-ক্যি-ব্ত্সুন-পা-ব্স্কাল-ব্জাং-পে-মা'ই-মিং-চান-রাং-ন্যিদ-ক্যি-র্তোগ্স-পার-ব্র্জোদ-পা (ওয়াইলি: lha rigs kyi btsun pa bskal bzang pe ma'i ming can rang nyid kyi rtogs par brjod pa) নামক আত্মজীবনী রচনা করেন। 'গ্যুর-মেদ-থেগ-ম্ছোগ-ব্স্তান-'দ্জিন নামক দ্বিতীয় র্দ্জোগ্স-ছেন-গ্রুব-দ্বাং, 'গ্যুর-মেদ-কুন-ব্জাং-র্নাম-র্গ্যাল নামক দ্বিতীয় ঝে-ছেন-রাব-'ব্যাম্স (ওয়াইলি: zhe chen rab 'byams) প্রভৃতি উপাধিধারী অবতারী লামারা তার উল্লেখযোগ্য শিষ্য ছিলেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Chhosphel, Samten (2013-07)। "The Fifth Dorje Drak Rigdzin, Kelzang Pema Wangchuk"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-05-22  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
পূর্বসূরী
পে-মা-'ফ্রিন-লাস
স্কাল-ব্জাং-পে-মা-দ্বাং-ফ্যুগ
পঞ্চম র্দো-র্জে-ব্রাগ-রিগ-'দ্জিন-ছেন-পো
উত্তরসূরী
কুন-ব্জাং-'গ্যুর-মেদ-ল্হুন-গ্রুব
পূর্বসূরী
পে-মা-'ফ্রিন-লাস
স্কাল-ব্জাং-পে-মা-দ্বাং-ফ্যুগ
র্দো-র্জে-ব্রাগ বৌদ্ধবিহারের তৃতীয় প্রধান
উত্তরসূরী
কুন-ব্জাং-'গ্যুর-মেদ-ল্হুন-গ্রুব