ঙ্গাগ-গি-দ্বাং-পো (দোর্জে দ্রাক রিগদ্জিন ছেনপো)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঙ্গাগ-গি-দ্বাং-পো

ঙ্গাগ-গি-দ্বাং-পো (ওয়াইলি: ngag gi dbang po) (১৫৮০-১৬৩৯) তিব্বতী বৌদ্ধধর্মের র্ন্যিং-মা ধর্মসম্প্রদায়ের র্দো-র্জে-ব্রাগ বৌদ্ধবিহার নামক অন্যতম প্রধান বৌদ্ধবিহারের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রধান ছিলেন।

জন্ম ও পরিবার[সম্পাদনা]

ঙ্গাগ-গি-দ্বাং-পো ১৫৮০ খ্রিষ্টাব্দে তিব্বতের দ্রা-ফ্যি-ছোস-ল্দিং (ওয়াইলি: dra phyi chos lding) বৌদ্ধবিহারে জন্মগ্রহণ করেন। তার পিতা ব্ক্রা-শিস-স্তোব্স-র্গ্যাল (ওয়াইলি: bkra shis stobs rgyal) র্ন্যিং-মা ধর্মসম্প্রদায়ের একজন বিখ্যাত গ্তের-স্তোন ছিলেন, যিনি ম্ঙ্গা'-রিস-পান-ছেন-পে-মা-দ্বাং-র্গ্যাল (ওয়াইলি: mnga' ris paN chen pe ma dbang rgyal) নামক বিখ্যাত গ্তের-স্তোনের অবতার রূপে চিহ্নিত হয়েছিলেন।[১] ঙ্গাগ-গি-দ্বাং-পোর মাতার নাম ছিল য়িদ-'দ্জিন-দ্বাং-মো (ওয়াইলি: yid 'dzin dbang mo)। জন্মের পর ঙ্গাগ-গি-দ্বাং-পোকে তার পিতা আনুষ্ঠানিকভাবে লেগ্স-ল্দান-র্দো-র্জে নামক বিখ্যাত গ্তের-স্তোনের অবতার রূপে চিহ্নিত করেন এবং তাকে ব্যাং-গ্তের (ওয়াইলি: byang gter) বা উত্তর দিকের সম্পদ সম্বন্ধে শিক্ষাদান করেন।[২]

বৌদ্ধবিহার প্রতিষ্ঠা[সম্পাদনা]

লেগ্স-ল্দান-র্দো-র্জেম্ঙ্গা'-রিস-পান-ছেন-পে-মা-দ্বাং-র্গ্যাল দুজনে মিলে ব্সাম-য়াস বৌদ্ধবিহারে এ-বাম-ল্চোগ-স্গার (ওয়াইলি: e waM lcog sgar) নামক একটি তান্ত্রিক সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেছিলেন[৩][৪] এবং ব্ক্রা-শিস-স্তোব্স-র্গ্যাল এই সম্প্রদায়কে পরবর্তীকালে বাড়িয়ে তোলেন। মধ্য তিব্বত শাসনকারী গ্ত্সাং-পা রাজবংশের সঙ্গে সম্পর্কের অবনতি হলে ঙ্গাগ-গি-দ্বাং-পো এই সম্প্রদায়কে ব্রহ্মপুত্র নদের উত্তর তীরে সরিয়ে নিয়ে যান এবং ১৬৩২ খ্রিষ্টাব্দে সেখানে থুব-ব্স্তান-র্দো-র্জে-ব্রাগ-এ-বাম-ল্চোগ-স্গার (ওয়াইলি: thub bstan rdo rje brag e waM lcog sgar) (যা সংক্ষেপে র্দো-র্জে-ব্রাগ বৌদ্ধবিহার নামে পরিচিত) প্রতিষ্ঠা করেন ও এই বিহারের প্রথম প্রধান হিসেবে অধিষ্ঠিত হন। পরবর্তীকালে এই বিহার র্ন্যিং-মা ধর্মসম্প্রদায়ের ছয়টি প্রধান বিহারের অন্যতম একটি বলে গণ্য হয়।[২]

শিষ্য[সম্পাদনা]

ঙ্গাগ-গি-দ্বাং-পোর উল্লেখযোগ্য ছাত্র ছিলেন ব্স্তান-'দ্জিন-নোর-বু (ওয়াইলি: bstan 'dzin nor bu) নামক তৃতীয় য়োল-মো-স্প্রুল-স্কু (ওয়াইলি: yol mo sprul sku),পঞ্চম দলাই লামা ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং-র্গ্যাল-ম্ত্শো, ব্ক্রা-শিস-র্নাম-র্গ্যাল (ওয়াইলি: bkra shis rnam rgyal) নামক তৃতীয় ক্লোং-ছেন (ওয়াইলি: klong chen), জুর-ছেন-ছোস-দ্ব্যিংস-রাং-গ্রোল (ওয়াইলি: zur chen chos dbyings rang grol) প্রভৃতি। পরবর্তীকালে পঞ্চম দলাই লামা তার জীবনী রচনা করেন এবং ব্যাং-গ্তের (ওয়াইলি: byang gter) বা উত্তর দিকের সম্পদ তিব্বতের নতুন সরকারের পৃষ্ঠপোষকতা লাভ করে।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Chhosphel, Samten (2013-05)। "Tashi Tobgyel"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-05-13  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. Chhosphel, Samten (2013-05)। "The Third Dorje Drak Rigdzin, Ngakgi Wangpo"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-05-14  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  3. Chhosphel, Samten (2013-05)। "The Second Dorje Drak Rigdzin, Lekden Dorje"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-05-13  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  4. Einhorn, Harry (2013-05)। "Ngari Paṇchen Pema Wanggyel"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-05-12  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

আরো পড়ুন[সম্পাদনা]

  • Shabkar Tsogdruk Rangdrol. The Life of Shabkar: The Autobiography of a Tibetan Yogin. Trans. Matthieu Ricard. Albany, NY: State University of New York, 1994, p. 46
পূর্বসূরী
লেগ্স-ল্দান-র্দো-র্জে
ঙ্গাগ-গি-দ্বাং-পো
তৃতীয় র্দো-র্জে-ব্রাগ-রিগ-'দ্জিন-ছেন-পো
উত্তরসূরী
পে-মা-'ফ্রিন-লাস
পূর্বসূরী
--
ঙ্গাগ-গি-দ্বাং-পো
র্দো-র্জে-ব্রাগ বৌদ্ধবিহারের প্রথম প্রধান
উত্তরসূরী
পে-মা-'ফ্রিন-লাস