সুনিতা সিং চোকেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুনিতা সিং চোকেন
অভিযানের সময় সুমিতা বিশ্রাম নিচ্ছেন
কোলাহোই পিক অভিযান, ২০১৯
জাতীয়তাভারতীয়
পেশাপর্বতারোহী, সামাজিক কর্মী
পরিচিতির কারণমাউন্ট এভারেস্ট আরোহণ, বেটি বাঁচাও, বেটি পড়াও, নারী শক্তি পুরস্কার

সুনিতা সিং চোকেন (জন্ম আনু. ১৯৮৫ ) হলেন একজন ভারতীয় পর্বতারোহী এবং সামাজিক কর্মী। তিনি ২০১১ সালে মাউন্ট এভারেস্ট আরোহণ করেন। তারপরে তিনি পরিবেশ এবং "মেয়ে শিশুকে বাঁচান, শিক্ষিত করুন" (বেটি বাঁচাও, বেটি পড়াও) প্রচারের জন্য দুটি লম্বা দূরত্বের সাইকেল ভ্রমণ করেছিলেন। তিনি ২০১৬ নারী শক্তি পুরস্কার সহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন।

প্রাথমিক জীবন[সম্পাদনা]

সুনিতা সিং চোকেনের জন্ম আনু. ১৯৮৫[১] তিনি গুজ্জর জাতি থেকে এসেছেন, যাদের ভারত সরকার অন্যান্য অনগ্রসর শ্রেণী হিসাবে শ্রেণীবদ্ধ করেছে। তিনি রেওয়ারি (হরিয়ানা) এবং কিশোরপুরায় (রাজস্থান) বড় হয়ে উঠেছেন, তাঁর বিদ্যা শিক্ষা হয়েছে অমৃতসর, (পাঞ্জাব) থেকে।[২][৩] তাঁর বাবা বর্ডার সিকিউরিটি ফোর্সে কাজ করতেন।[২] সুনিতা মানালি এবং দার্জিলিং- এ পর্বতারোহণ অধ্যয়ন করেছেন।[৩]

কর্মজীবন[সম্পাদনা]

সুনিতা মানালি, দার্জিলিং এবং উত্তরকাশীতে পাঁচটি পর্বত আরোহণ করেছিলেন, তারপর নেপাল তাঁকে মাউন্ট এভারেস্টের চূড়ায় যাওয়ার জন্য একটি অভিযানে যোগ দিতে বেছে নিয়েছিল।[৩] তিনি ২০১১ সালে ২৫ বছর বয়সে এভারেস্টে আরোহণ করেছিলেন, তিনি হরিয়ানার সর্বকনিষ্ঠ মহিলা হিসেবে আরোহণ করেছিলেন।[১][৪] এরপর তিনি হিমালয়ের অন্যান্য অনেক পর্বতশৃঙ্গে আরোহণ করেন।[৫]

২০১৭ সালে, সুনিতা কন্যাকুমারী থেকে লেহ পর্যন্ত ৪,২০০ কিমি সাইকেল ভ্রমণ শুরু করেছিলেন। তাঁর প্রচারাভিযানের লক্ষ্য ছিল "মেয়ে শিশুকে বাঁচান, শিক্ষিত করুন" (বেটি বাঁচাও, বেটি পড়াও) এবং "পরিবেশ সংরক্ষণ করুন"।[১][৩] তিনি শেষ পর্যন্ত ৪,৬৫৬ কিমি দূরত্ব চলেছিলেন এবং চলার রাস্তা বরাবর ২২০টি গাছ লাগিয়েছিলেন।[২] ভ্রমণের পরে, তিনি বিবেকানন্দ কেন্দ্রের আমন্ত্রণে যোগাসন শেখানোর জন্য অমৃতসরে ফিরে আসেন।[২] ডিএসপি হিসেবে মমতা সোধার পূর্ববর্তী নিয়োগের বিষয়ে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের একটি সিদ্ধান্তের পরে সুনিতাকে ২০১৮ সালে হরিয়ানা পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) নিযুক্ত করা হয়েছিল।[৬] এছাড়াও ২০১৮ সালে, তিনি 'বেটি বাঁচাও, বেটি পড়াও' প্রচারের জন্য আরেকটি সাইকেল ভ্রমণ করেছিলেন, এইবার তিনি সোমনাথ মন্দির (গুজরাট) থেকে নেপাল পর্যন্ত ৫,০০০ কিমি দূরত্ব ভ্রমণ করেছিলেন।[৫]

পুরস্কার এবং স্বীকৃতি[সম্পাদনা]

সুনিতা ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির দ্বারা উপস্থাপিত ২০১৬ সালের নারী শক্তি পুরস্কার পেয়েছেন।[৪] তিনি বর্ডার সিকিউরিটি ফোর্স সাহসী কন্যা, ভারত গৌরব এবং কল্পনা চাওলা পুরস্কার দ্বারাও স্বীকৃত হয়েছেন।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Sharma, Kumar; Saini, Ravinder (২৪ জুলাই ২০১৭)। "Everester pedals for girls, environment"The Tribune India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২১ 
  2. Sharma, Divya (২১ নভেম্বর ২০১৭)। "Everest conqueror in city for yoga"The Tribune India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২১ 
  3. Wilson, Jaison (৮ মার্চ ২০১৮)। "Rewari to Mt. Everest: Journey of a young girl"United News of India। ১৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২১ 
  4. "President honours Everest climber from Haryana"Hindustan Times। HTC। ৯ মার্চ ২০১৭। ১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২১ 
  5. "Somnath Temple to Nepal (5000 km) Solo Cycling Expedition by Sunita Singh Chocken (Jenny Chocken) 15th July – 23rd August"Travelogues (ইংরেজি ভাষায়)। ১৪ জুলাই ২০১৮। ২৯ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২১ 
  6. Sura, Ajay (৮ মার্চ ২০১৮)। "Mount Everest: Everest summiteers demand DSP posts; sports department in a tizzy"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২১