সুদেষ্ণা স্বয়ংপ্রভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সুদেষ্ণা স্বয়ংপ্রভা একজন বাংলাদেশী নৃত্যশিল্পী। তিনি মণিপুরী, ভারতনাট্যমকত্থকের মতো ধ্রুপদী নৃত্য এবং নৃত্যগ্রন্থ নৃত্য করেন। স্বয়ংপ্রভা, নাচ শিখেছেন অমলা শংকর ও তার মা শর্মিলা ব্যানার্জীর কাছ থেকে।[১]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

স্বয়ংপ্রভার শিক্ষাজীবন জীবন শুরু হয় সানিডেল স্কুল থেকে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালযয়েও পড়ালেখা করেছেন। নাচের দক্ষতা দিয়ে তিনি বাংলাদেশ ছাড়াও বিদেশের নানা নাচের অনুষ্ঠানে সুনাম অর্জন করেন। তিনি বাংলা চলচ্চিত্র লালনে অভিনয় করেছেন।[২]

কর্মজীবন[সম্পাদনা]

স্বয়ংপ্রভা ২০০৩ সালে কালীদাস ফেস্টিভালে অংশ নেন, যেখানে তিনি চিত্রঙ্গাদাতে অভিনয় করেছিলেন। তিনি বিটিভিতে প্রচারিত তরানা নাচ প্রতিযোগিতায় প্রথম স্থান জিতেছেন।[কখন?] তিনি দুবাই, নরওয়ে এবং শ্রীলংকার মতো দেশগুলিতে আন্তর্জাতিকভাবে নৃত্য পরিবেশন করেছেন।[কখন?][১] তিনি নৃত্য নন্দন নামে নাচের একাডেমি গঠন করেন যেখানে তিনি নৃত্য শিক্ষা দিয়ে থাকেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Meet a new age dance prodigy: Sudeshna Swayamprabha"। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৮ 
  2. "তাথৈয়ের আনন্দের স্কুল বেলা"। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]