সাহার জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাহার জেলা
জেলা
দেশ ইয়েমেন
গভর্নরেটসা'দাহ
জনসংখ্যা (২০০৩)
 • মোট১,৩৩,০৬০
সময় অঞ্চলইয়েমেন মান সময় (ইউটিসি+৩)

সাহার জেলা ( আরবি: مديرية سحار ) হলো ইয়েমেনের সা'দাহ গভর্নরেটের একটি জেলা । ২০০৩ সালের হিসাবে এ জেলার জনসংখ্যা ১৩৩০৬০ জন। [১]

সাহার জেলাকে ইয়েমেনের খাদ্য ঝুড়িও বলা হয়। [২]

সাহারের আশেপাশের এলাকাটি ইয়েমেনের গৃহযুদ্ধে সংঘাতের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি। [২]

অর্থনীতি[সম্পাদনা]

সাহার জেলায় অনেক বাজার রয়েছে। বিশেষ করে আত তালহ বাজার, যা গভর্নরেটের বৃহত্তম বাজার। [২]

জেলায় ভালো কৃষিজমি রয়েছে এবং এখানে কাতের চেয়ে বেশি ফল ও সবজি উৎপন্ন হয়। [২] জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি জেলাটিকে "ইয়েমেনের খাদ্য ঝুড়ি" হিসাবে বর্ণনা করেছে। [২]

জনসংখ্যা[সম্পাদনা]

  • ১৯৯৪ = ২৭৬২১
  • ২০০৫ = ৬০৪৮৭

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Districts of Yemen"। Statoids। সংগ্রহের তারিখ অক্টোবর ২৩, ২০১০ 
  2. Voices of Yemen: Sahar, Saada Governorate, from UN Development Programme 28 July 2015.