সায়ন্তন ঘোষাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সায়ন্তন ঘোষাল
জন্ম (1988-09-15) ১৫ সেপ্টেম্বর ১৯৮৮ (বয়স ৩৫)
মাতৃশিক্ষায়তনআচার্য প্রফুল্ল চন্দ্র কলেজ
কলকাতা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট
পেশাপরিচালক ও সম্পাদক
কর্মজীবন২০১৭-বর্তমান
দাম্পত্য সঙ্গীসায়ন্তী ঘোষাল (বিবাহ. ১৮ জানুয়ারী ২০১৫)
সন্তান

সায়ন্তন ঘোষাল একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক এবং বাংলা চলচ্চিত্রের সম্পাদক।[১] তিনি বেশ কয়েকটি চলচ্চিত্র পরিচালনা করেছেন, যার মধ্যে রয়েছে যকের ধান, সাগরদ্বীপে যকের ধন এবং সত্যান্বেশী ব্যোমকেশ । তিনি স্ট্রিমিং পরিষেবা হইচই-এর জন্য ব্যোমকেশ সিজন ১-সিজন ৩ পরিচালনা করেছেন এবং তার ওয়েব সিরিজ লালবাজার বর্তমানে জি৫ এ স্ট্রিমিং হচ্ছে।[২]

কর্মজীবন[সম্পাদনা]

ঘোষালের প্রথম চলচ্চিত্র জকের ধান ২০১৭ সালে মুক্তি পায়। জাকের ধান হেমেন্দ্র কুমার রায়ের বিমল-কুমার জুটির দুঃসাহসিক গল্পের উপর ভিত্তি করে নির্মিত হয়েছিল । ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। তার দ্বিতীয় চলচ্চিত্র, আলিনগরের গোলোকধাধা , ২০১৮ সালে মুক্তি পায়, এবং আবার চ্যাম্পিয়ন মুভিজ দ্বারা প্রযোজিত হয়।  সিনেমাটি বক্স অফিসেও সফল হয়।  তার তৃতীয় ছবি সত্যান্বেষী ব্যোমকেশ গ্রীনটাচ এন্টারটেইনমেন্টের অধীনে ২০১৯ সালে মুক্তি পায় । ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায় এবং অজিত বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন ব্যোমকেশ বক্সি ।রুদ্রনীল ঘোষ ।  তার চতুর্থ চলচ্চিত্র, সাগরদ্বীপে জাকের ধন , ২০১৯ সালে সুরিন্দর ফিল্মস এবং চ্যাম্পিয়ন মুভিজের ব্যানারে মুক্তি পায় ।  ছবিটি বক্স অফিসে প্রায় $1,750,000 আয় করেছিল।

তিনি ওয়েব সিরিজও পরিচালনা করেন, তার সবচেয়ে উল্লেখযোগ্য এবং সফল ওয়েব সিরিজ হচ্ছে ব্যোমকেশ এবং লালবাজার।

ফিল্মগ্রাফি[সম্পাদনা]

বছর শিরোনাম ভাষা চরিত্র মন্তব্য
২০১৭ যকের ধন বাংলা পরমব্রত চ্যাটার্জি , রাহুল , প্রিয়াঙ্কা সরকার , সব্যসাচী চক্রবর্তী এবং কৌশিক সেন একই নামে হেমেন্দ্র কুমার রায়ের বিমল-কুমার জুটির দুঃসাহসিক গল্প অবলম্বনে
২০১৮ আলীনগরের গোলোকধাধা বাংলা অনির্বাণ ভট্টাচার্য , পার্নো মিত্র এবং কৌশিক সেন
২০১৯ সত্যান্বেষী ব্যোমকেশ বাংলা পরমব্রত চ্যাটার্জি ও রুদ্রনীল ঘোষ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা মাগনা মাইনাকের গল্প অবলম্বনে
সাগরদ্বীপে জাকার ধন বাংলা পরমব্রত চ্যাটার্জি, গৌরব চক্রবর্তী ,  কোয়েল মল্লিক , কাঞ্চন মল্লিক , রজতাভ দত্ত এবং কৌশিক সেন জকের ধানের সিক্যুয়েল এবং দ্বিতীয় ছবি
২০২০ নির্বান্ধমের জোরা খুন বাংলা তনুশ্রী চক্রবর্তী ,  ফলক রশীদ রায় ও ইন্দ্রাশীষ রায় জি টেলিফিল্মসের ব্যানারে
২০২২ স্বস্তিক সংকেত বাংলা নুসরাত জাহান , গৌরব চক্রবর্তী ,  শাশ্বত চ্যাটার্জি ও রুদ্রনীল ঘোষ দেবরতি মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে
হীরকগোরের ভাড়া বাংলা সোহম চক্রবর্তী , কৌশানি মুখার্জি , বনি সেনগুপ্ত এবং আয়োশি তালুকদার Zee5 রিলিজ
২০২৩ লাল স্যুটকেস তা দেখেছেন? বাংলা সোহম চক্রবর্তী , সায়নী ঘোষ
টেনিদা এন্ড কোম্পানি বাংলা কাঞ্চন মল্লিক , গৌরব চক্রবর্তী , সব্যসাচী চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ উৎপাদন পরবর্তি; নারায়ণ গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে
রবীন্দ্র কাব্য রহস্য বাংলা ঋত্বিক চক্রবর্তী , শ্রাবন্তী চ্যাটার্জি , প্রিয়াংশু চ্যাটার্জি
সরলখা হোমস বাংলা ঋষভ বসু, অর্ণ মুখোপাধ্যায়, রাজনন্দিনী পল

ওয়েব সিরিজ এবং শর্ট ফিল্ম[সম্পাদনা]

বছর শিরোনাম ভাষা প্ল্যাটফর্ম বিন্যাস কাস্ট উৎপাদন ক্ষেত্র
২০২৩ সমগ্র 2 বাংলা হইচই ওয়েব সিরিজ সোহিনী সরকার ও রাজনন্দিনী পল ফোকাস ফিল্ম প্রোডাকশন অনুসরণ করুন
হোমস্টে খুন বাংলা হইচই ওয়েব সিরিজ সোহিনী সরকার , পার্নো মিত্র , অপরাজিতা ঘোষ দাস , সৌরভ দাস, দেবচন্দ্রিমা সিংহ রায় ফোকাস ফিল্ম প্রোডাকশন অনুসরণ করুন
রক্তকরবী বাংলা ZEE5 ওয়েব সিরিজ রাইমা সেন , বিক্রম চ্যাটার্জি অনুপস্থিত স্ক্রু প্রোডাকশন
২০২২ সম্পূর্ন বাংলা হইচই ওয়েব সিরিজ সোহিনী সরকার ও রাজনন্দিনী পল ফোকাস ফিল্ম প্রোডাকশন অনুসরণ করুন
গোরা বাংলা হইচই ওয়েব সিরিজ ঋত্বিক চক্রবর্তী ও ইশা সাহা অনুপস্থিত স্ক্রু প্রোডাকশন
২০২১ ইন্দু বাংলা হইচই ওয়েব সিরিজ ইশা সাহা অনুপস্থিত স্ক্রু প্রোডাকশন
মৌচাক বাংলা হইচই ওয়েব সিরিজ মোনামী ঘোষ অনুপস্থিত স্ক্রু প্রোডাকশন
২০২০ লালবাজার বাংলা ও হিন্দি ZEE5 ওয়েব সিরিজ গৌরব চক্রবর্তী ,  কৌশিক সেন ও সব্যসাচী চক্রবর্তী সুরিন্দর ফিল্মস
২০১৮ অবশিষ্ট থেকে শুরু বাংলা হইচই ওয়েব অরিজিনাল ফিল্ম ঋদ্ধিমা ঘোষ ও সমদর্শী দত্ত রোডশো ফিল্মস
ডার্ক ওয়েব বাংলা হইচই ওয়েব সিরিজ সাহেব ভট্টাচার্য ও সমগ্র লাহিড়ী শ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১৭-১৮ ব্যোমকেশ (S1-S3) বাংলা হইচই ওয়েব সিরিজ অনির্বাণ ভট্টাচার্য ও ঋদ্ধিমা ঘোষ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১১ সিলুয়েট-অন্ধকার বিরাজ করছে বাংলা YouTube সংক্ষিপ্ত চলচ্চিত্র অরিজিৎ মিত্র, অঙ্কুর বিশ্বাস, স্বপন গুহ ও সান্তনু সেন

টিভিসি[সম্পাদনা]

বছর ব্র্যান্ড কাস্ট সময়কাল
২০২১ জোভিস ভেষজ গৌরব চক্রবর্তী ও ঋতভরী চক্রবর্তী ০:৪২ সেকেন্ড
২০২০ স্পার্কেল ডিশওয়াশ ঋদ্ধিমা ঘোষ ও গৌরব চক্রবর্তী ০:৩৩ সেকেন্ড

পুরস্কার এবং মনোনয়ন[সম্পাদনা]

বছর পুরস্কার শ্রেণী ফিল্ম/টিভি শো ফলাফল
২০২১ চলচ্চিত্র এবং ফ্রেম ডিজিটাল চলচ্চিত্র পুরস্কার সেরা পরিচালক (OTT) লালবাজার বিজয়ী

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Sayantan Ghosal - Movies, Biography, News, Age & Photos"BookMyShow। সংগ্রহের তারিখ ২০২২-০২-০৬ 
  2. "সুরিন্দর ফিল্মসের নতুন ওয়েব সিরিজ 'লালবাজার'-১৯ জুন থেকে দেখা যাবে Zee5-এ"Zee24Ghanta.com। সংগ্রহের তারিখ ২০২২-০২-০৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]