সাই মাঞ্জরেকর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাই মাঞ্জরেকর
২০২০ সালে সাই
জন্ম
সাই মহেশ মাঞ্জরেকর

(1997-12-23) ২৩ ডিসেম্বর ১৯৯৭ (বয়স ২৬)
জাতীয়তাভারতীয়
মাতৃশিক্ষায়তনধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল, মুম্বই
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০১২, ২০১৯ – বর্তমান
পিতা-মাতা

সাই মাঞ্জরেকর (জন্ম: ১৯ আগস্ট ১৯৯৮) একজন ভারতীয় অভিনেত্রী এবং মডেল, যিনি অভিনেতা সালমান খানের বিপরীতে দাবাং ৩ চলচ্চিত্রে ভূমিকা প্রদানের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন। সাইয়ের পিতা হিন্দি চলচ্চিত্রের অভিনেতা মহেশ মাঞ্জরেকর এবং মাতা অভিনেত্রী ও প্রযোজক মেধা মাঞ্জরেকর। সালমান খানের সাথে আইফা পুরস্কারের রেড কার্পেট ইভেন্টে উপস্থিত হওয়ার পর সাই মাঞ্জরেকর ব্যাপক প্রশংসা অর্জন করেছিলেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

সাই মাঞ্জরেকর একজন অভিনেত্রী এবং মডেল যিনি মুম্বইয়ের বাসিন্দা। তিনি অভিনেতা মহেশ মাঞ্জরেকরের মেয়ে। তিনি ১৯৯৮ সালের ২৯ আগস্ট জন্মগ্রহণ করেছিলেন এবং মুম্বই'তেই তিনি বেড়ে ওঠেছিলেন। তিনি মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল এবং জুনিয়র কলেজ থেকে পড়াশোনা করেছেন। জুনিয়র কলেজের প্রথম বর্ষে অধ্যয়নকালীন তিনি মডেলিংয়ের জগতে প্রবেশ করেছিলেন এবং বিভিন্ন ব্র্যান্ডের সাথে বিজ্ঞাপনে কাজ করেছিলেন। বাল্যকাল থেকেই নাচ এবং ফ্যাশনের প্রতি তার ঝোঁক ছিলো। তিনি শাস্ত্রীয় নৃত্য শিখতে শুরু করেছিলেন, পরবর্তীতে ফ্যাশন শো এবং মডেলিংয়ে অংশ নেন। ২০১৯ সালে সলমান খানের সঙ্গে দাবাং ৩ চলচ্চিত্রে সাই'য়ের অভিনয়ের ঘোষণা দেওয়া হলে তিনি আলোচনায় আসেন।

কর্মজীবন[সম্পাদনা]

সাই মাঞ্জরেকার তর কর্মজীবন শুরু করেছিলেন মডেলিংয়ের মাধ্যমে। বিভিন্ন ব্র্যান্ডের সাথে তিনি বিজ্ঞাপনের কাজ করেছিলেন। বাল্যকাল থেকেই তিনি চলচ্চিত্রের সেটে বড় হয়েছেন এবং অভিনয়ক্ষেত্র সম্বন্ধে তার ভালো ধারণা ছিল। সাই একজন পরিচালক হিসেবে তার কর্মজীবন শুরু করতে চেয়েছিলেন। পরবর্তীতে ২০১৯ সালে সালমান খানের বিপরীতে দাবাং ৩ চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেলে আলোচনায় উঠে আসেন তিনি। ২০১৯ সালের ২৫ ডিসেম্বর চলচ্চিত্রটি মুক্তি পায় এবং বক্স অফিসে প্রায় ২৩১ কোটি রুপি উপার্জন করে। চলচ্চিত্রটির। আধ্যমে সাই বলিউডে অভিষেক করেন।[১]

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

টীকা
Films that have not yet been released এখনও মুক্তি না পাওয়া চলচ্চিত্রগুলি বোঝায়
বছর শিরোনাম ভূমিকা ভাষা মন্তব্য সূত্র
২০১২ কাকস্পর্শ খুশি দামলে মারাঠি মারাঠি চলচ্চিত্র
২০১৯ দাবাং ৩ খুশি চৌটালা হিন্দি বলিউডে অভিষেক [২]
২০২২ ঘানি মায়া নাথওয়ানি তেলুগু [৩]
মেজর ইশা আগরওয়াল তেলুগু চলচ্চিত্রে অভিষেক [৪]

পুরস্কার এবং মনোনয়ন[সম্পাদনা]

সাই মাঞ্জরেকর গৃহীত পুরস্কার ও মনোনয়নের তালিকা
সর্বমোট[ক]
মনোনয়ন
  1. নির্দিষ্ট পুরস্কার গোষ্ঠীগুলি কেবল একজন বিজয়ীকে পুরস্কার প্রদান করে থাকে না। তারা বেশ কয়েকজন পৃথক প্রাপককে স্বীকৃতি দিয়ে থাকে, যেখানে রানার্সআপ এবং তৃতীয় স্থানও রয়েছে। যেহেতু এটি একটি নির্দিষ্ট স্বীকৃতি এবং কোনো পুরস্কার হারানো থেকে পৃথক, তাই পুরস্কারের তালিকায় রানার-আপ হিসাবে উল্লেখগুলিকে জয় হিসাবে বিবেচনা করা হয়। নির্দিষ্ট বিভাগগুলিতে পুরস্কারগুলির জন্য পূর্ববর্তী মনোনয়ন থাকে না এবং কেবল বিজয়ীদের নাম জুরি কর্তৃক ঘোষিত হয়। তবে সরলীকরণ এবং ত্রুটিগুলি এড়ানোর জন্য এই তালিকার প্রতিটি পুরস্কারের জন্য পূর্ববর্তী মনোনয়ন ছিল বলে ধরে নেওয়া হয়।
বছর পুরস্কার বিভাগ চলচ্চিত্র ফলাফল সূত্র
২০২০ ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ নবাগতা অভিনেত্রী মনোনীত [৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সদ্য একুশে পা রাখা এই নায়িকার সঙ্গে রোম্যান্স করবেন সলমন, শেয়ার করলেন সেলফি"Hindustantimes Bangla। ২০১৯-১১-২৭। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৮ 
  2. "নতুন মুখ নিয়ে সালমানের নতুন 'দাবাং'"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৯ 
  3. "Ram Charan unveils motion poster of Ghani, Varun Tej's upcoming sports drama on latter's birthday"Firstpost। ২০২১-০১-১৯। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৮ 
  4. "Saiee Manjrekar signs Adivi Sesh's film Major based on 26/11 hero Sandeep Unnikrishnan"India Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৮ 
  5. "Filmfare Awards 2020: Saiee Manjrekar Looks Drop Dead Gorgeous In A Dazzling Attire For The Red Carpet"SpotboyE (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]