সরযূ গুপ্তা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সরযূ গুপ্তা
জন্ম১৮৮৮
মৃত্যু১৯৪৫
নাগরিকত্ব ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
পেশারাজনীতিবিদ
পরিচিতির কারণব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্নিকন্যা
উল্লেখযোগ্য কর্ম
'গেন্ডারিয়া মহিলা সমিতি'
আন্দোলনব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন
পিতা-মাতা
  • দেবেন্দ্রমোহন সেন (পিতা)
  • কুমুদিনী সেন (মাতা)

সরযূ গুপ্তা (১৮৮৮১৯৪৫) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিকন্যা।

জন্ম ও পরিবার[সম্পাদনা]

সরযূ গুপ্তা ১৮৮৮ সালে ঢাকার বিক্রমপুর এর সোনারং গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দেবেন্দ্রমোহন সেন ও মাতার নাম কুমুদিনী সেন।

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

১৯২১ সালে অসহযোগ আন্দোলনের সময় মহাত্মা গান্ধীর আদর্শে উদ্বুদ্ধ হন তিনি। মহিলাদের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করার জন্য এবং গান্ধীজীর বাণী প্রচার করার লক্ষ্যে ১৯২৪ সালে তিনি আশালতা সেনসরমা গুপ্তার মিলে গঠন করেন 'গেন্ডারিয়া মহিলা সমিতি'। এ সমিতির সদস্যরা নিজেরাই দ্রব্য উৎপন্ন, বিক্রয় ও প্রচারকার্য পরিচালনা করতেন। তিনি স্বদেশী কাজ ও সমাজ সেবামুলক কাজ করেন। ১৯৩০ সালে 'সত্যাগ্রহী সেবিকা দল' এ অন্তর্ভুক্ত হয়ে আইন অমান্য আন্দলনে যুক্ত হন। সেই বছরে নারায়ণগঞ্জে বিদেশী পন্যের দোকানে পিকেটিং করতে গিয়ে গ্রেপ্তার হন।[১] ১৯৩২ সালে ৪ জানুয়ারি গ্রেপ্তারের পড়ে পুনরায় অমান্য আন্দোলন হয় এবং তিনি যোগ দেন।[২]

মৃত্যু[সম্পাদনা]

সরযূ গুপ্তা ১৯৪৫ সালে মারা যান।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. বসু, অঞ্জলি (নভেম্বর ২০১৩)। বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র, সম্পাদকগণ। সংসদ বাঙালি চরিতাভিধান (পঞ্চম সংস্করণ, দ্বিতীয় মুদ্রণ সংস্করণ)। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৭৬৭। আইএসবিএন 978-8179551356 
  2. কমলা দাশগুপ্ত (জানুয়ারি ২০১৫)। স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী, অগ্নিযুগ গ্রন্থমালা ৯কলকাতা: র‍্যাডিক্যাল ইম্প্রেশন। পৃষ্ঠা ২০০−২০১। আইএসবিএন 978-81-85459-82-0