সনৎ কুমার মণ্ডল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সনৎ কুমার মণ্ডল
সংসদ সদস্য, লোকসভা
জয়নগর
কাজের মেয়াদ
১৯৮০-২০০৯
পূর্বসূরীশক্তি কুমার সরকার
উত্তরসূরীতরুণ মণ্ডল
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1942-02-14) ১৪ ফেব্রুয়ারি ১৯৪২ (বয়স ৮২)
জয়নগর মজিলপুর, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
রাজনৈতিক দলবিপ্লবী সমাজতান্ত্রিক দল
দাম্পত্য সঙ্গীঅনিতা মন্ডল (রায়)
বাসস্থানকলকাতা
১৭ সেপ্টেম্বর, ২০০৬ অনুযায়ী
উৎস: [১]

সনৎ কুমার মণ্ডল (জন্ম ১৪ ফেব্রুয়ারি ১৯৪২) একজন ভারতীয় রাজনীতিবিদ [১] এবং বিপ্লবী সমাজতান্ত্রিক দল (আরএসপি) রাজনৈতিক দলের একজন নেতা। তিনি পশ্চিমবঙ্গের জয়নগর কেন্দ্র থেকে ১৯৮০ সালে সপ্তম লোকসভায় নির্বাচিত হন। তিনি একই আসন থেকে ১৯৮৪, ১৯৮৯, ১৯৯১, ১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯ এবং ২০০৪ সালে লোকসভায় পুনরায় নির্বাচিত হন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Lok Sabha veterans with a difference"The Times of India। ২৩ এপ্রিল ২০০৪। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]