সদরঘাট সেতু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাখির চোখে সদরঘাট সেতু

সদরঘাট সেতু (ইংরেজি: Sadarghat Setu) হল আসামের শিলচর শহরের বরাক নদীর উপর নির্মিত একটি সেতু। [১] এটি শিলচর শহরের একমাত্র সেতু।এই সেতুর দ্বারা শিলচর শক্ষর অসমের রাজধানী গুয়াহাটি ও পূর্ব ভারতের প্রধান শহর কলকাতা সঙ্গে যুক্ত।

তথসূত্র[সম্পাদনা]

অনুরূপভাবে বাংলাদেশের রাজধানী ঢাকার প্রধান নদী বন্দরকেও সদরঘাট বলা হয়। তবে সেখানে সকল সেতুর ভিন্ন ভিন্ন নাম রয়েছে। বন্দরটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।