শ্বেতা কাওয়াত্রা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্বেতা কাওয়াত্রা
২০১২ সালে শ্বেতা কাওয়াত্রা
জন্ম (1976-02-10) ১০ ফেব্রুয়ারি ১৯৭৬ (বয়স ৪৮)[১]
জাতীয়তাভারতীয়
পেশা
কর্মজীবন১৯৯৭-বর্তমান
দাম্পত্য সঙ্গীমানব গোহিল[২] (বি. ২০০৪)
সন্তান

শ্বেতা কাওয়াত্রা (জন্ম: ১০ ফেব্রুয়ারি ১৯৭৬) একজন ভারতীয় অভিনেত্রী, মডেল এবং টেলিভিশন উপস্থাপিকা। তিনি কহানি ঘর ঘর কি ধারাবাহিকে পল্লবী আগরওয়াল এবং কুমকুম - এক প্যায়ারা সা বন্ধন ধারাবাহিকে নিবেদিতা মিত্তলের ভূমিকায় অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। তিনি বালবীর ধারাবাহিকে ভয়ঙ্কর পরী চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি সি.আই.ডি., আদালত সহ বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করেছেন।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

শ্বেতা কাওয়াত্রা ২০০৪ সালে টিভি অভিনেতা মানব গোহিলকে বিয়ে করেছেন।[৩] মানব ও শ্বেতা নাচ বলিয়ে নাচের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন, যেখানে মানব সরোজ খান কর্তৃক সেরা নৃত্যশিল্পীর পুরস্কার পেয়েছিলেন। বিবাহের আট বছর পর ২০১২ সালের ১১ মে মানব ও শ্বেতার একজন কন্যা সন্তানের জন্ম হয়, যার নাম জাহারা তাবিথা।[৪][৫] শ্বেতা কাওয়াত্রা বৌদ্ধ ধর্ম পালন করেন। তিনি সোকা গাক্কাইয়ের একজন সদস্য।

অভিনীত চলচ্চিত্র[সম্পাদনা]

বছর চলচ্চিত্র ভূমিকা টীকা
২০০৫ মাই ব্রাদার... নিখিল আইনজীবী
২০১১ মার্ডার ২ ড. সানিয়া
২০১৬ আজহার ম্যাগাজিন সাংবাদিক বিশেষ উপস্থিতি
২০২২ রাম সেতু আইনজীবী

টেলিভিশন[সম্পাদনা]

  • স্যাটারডে সাসপেন্স - সুমিতা চোপড়া (পর্ব ৯৮)
  • স্টার বেস্টসেলার্স - আইনজীবী (পর্ব ২৫)
  • মৌসম
  • খৌফ - অলকা (পর্ব ১ ও ২)
  • ঘর এক মন্দির - মালা
  • থ্রিলার অ্যাট ১০ - সোনিয়া মালহোত্রা (পর্ব ১১৬ - ১২০)
  • কহানি ঘর ঘর কি - পল্লবী ভান্ডারী/পল্লবী কমল আগরওয়াল
  • রিশতে - অনু (পর্ব ১৪২)
  • কোশিশ
  • কুসুম - এশা চোপড়া/এশা পুরী
  • মিস ইন্ডিয়া
  • কৃষ্ণা অর্জুন - মারিয়া (পর্ব ৪৪ - ৪৭)
  • সি.আই.ডি. - ড. নিয়তি প্রধান (পর্ব ১৩৯ থেকে)
  • ইয়ে মেরি লাইফ হ্যায়
  • জস্সী জ্যায়সি কোই নহিঁ - মীনাক্ষী
  • সিআইডি: স্পেশাল ব্যুরো - ড. নিয়তি প্রধান
  • সাত ফেরে: সালোনি কা সফর - রেবা সেহগাল
  • ফিয়ার ফ্যাক্টর ইন্ডিয়া - প্রতিযোগী
  • জিনা ইসি কা নাম হ্যায় - অতিথি (পর্ব ৭)
  • কুমকুম – এক প্যায়ারা সা বন্ধন - নিবেদিতা মিত্তল
  • বালবীর - ভয়ঙ্কর পরী (২০১৪-২০১৫)
  • সাওয়াল এ ইশক - শ্বেতা কাওয়াত্রা
  • নাচ বলিয়ে মৌসুম ২ - প্রতিযোগী
  • সোনি মাহিওয়াল - সোনি
  • সোনু সুইটি - সুইটি
  • গাড়ি বুলা রাহি হ্যায়
  • আদালত - অ্যাডভোকেট সুরভিন খুরানা
  • ফুলওয়া - এসএসপি অমৃতা তিওয়ারি
  • তিওহার কি থালি - অতিথি
  • করলে তু ভি মহব্বত - রাধিকা অবস্থি

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Happy Birthday to Vikas Manaktala, Shweta Kawatra and Iqbal Khan"Tellychakkar Dot Com (ইংরেজি ভাষায়)। ২০১৩-০২-১০। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৫ 
  2. Mazumder, Ranjib। "TV couple Manav Gohil and Shweta Kawatra on their journey of love"Daily News and Analysis। সংগ্রহের তারিখ ২০১১-০৮-১৯ 
  3. "Marriage is a lifelong commitment: Manav Gohil"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৮-১১। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-১৮ 
  4. "Shweta Kawatra, Manav Gohil have a baby girl"Rediff (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-১৮ 
  5. "I want my daughter Zahra to learn patience & resilience: Manav Gohil"The Times of India। ২০২২-০৬-১৬। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]