শাণ্ডিল্য (গোত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শাণ্ডিল্য (সংস্কৃত: शाण्डिल्य) হল ব্রাহ্মণ গোত্র,[১] ঋষি শাণ্ডিল্যের নামানুসারে নামকরণ করা হয়েছে,[২] নির্দিষ্ট করে যে গোত্রের ব্যক্তিদের শাণ্ডিল্যকে তাদের পিতৃপুরুষের পূর্বপুরুষদের মধ্যে একজন হিসেবে রয়েছে। শাণ্ডিল্য ঋষি এবং শাণ্ডিল্য গোত্রের পূর্বপুরুষ ছিলেন, যা সর্বোচ্চ ব্রাহ্মণ গোত্রও বটে। নামটি সংস্কৃত শব্দ শান, এবং দিলম থেকে এসেছে, এইভাবে অর্থ পূর্ণিমা, তাই শাণ্ডিল্যকে চন্দ্র দেবতার পুরোহিতকে বোঝায়।[৩] এই গোত্রের তিনটি প্রভার রয়েছে, তারা হল শাণ্ডিল্য, অসিত ও দেবল। এই গোত্রের বেদ হল সামবেদ। এই গোত্রটি ব্রাহ্মণদের আটটি সর্বোচ্চ গোত্রের একটি। শাণ্ডিল্য গোত্র হল মৈথিল ব্রাহ্মণদের মধ্যে সবচেয়ে বড় গোত্র।[৪] মৈথিল ব্রাহ্মণদের মধ্যে শাণ্ডিল্য গোত্রের ৪৪টি মূল রয়েছে।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Bose (১ জানুয়ারি ১৯৯৪)। Structure Of Hindu Society of Nepal and India, The — Rev. Edn.। Orient Blackswan। পৃষ্ঠা 71–। আইএসবিএন 978-81-250-0855-2। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১২ 
  2. Swati Datta (১ জানুয়ারি ১৯৮৯)। Migrant Brāhmaṇas in Northern India: Their Settlement and General Impact C. A.D. 475-1030। Motilal Banarsidass। পৃষ্ঠা 128–। আইএসবিএন 978-81-208-0067-0। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১২ 
  3. जोशी, अनिरुद्ध। "हिन्दुओं के प्रमुख वंश, जानिए अपने पूर्वजों को"hindi.webdunia.com (হিন্দি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৫ 
  4. "Gotra1 -" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৫ 
  5. "mool -" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৫